‘বাহুবলী’ কিংবা ‘আদিপুরুষ’ নয়, ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি কোনটি জানেন?

Which One Is The Highest Budget Movie Of Indian Cinema : ভারত চলচ্চিত্র (Indian Cinema) সবথেকে পুরনো এবং সবথেকে বিশাল। প্রতিবছর হাজার হাজার সিনেমা তৈরি হয় এই ভারতবর্ষেই। কিছু কম বাজেটের সিনেমা কিছু বেশি বাজেটের সিনেমা, কিছু চিরকাল মনে রাখার মত কিছু আবার দেখার মতোই নয়। তবে জানেন ভারতের মধ্যে সবচেয়ে ব্যায়বহুল সিনেমা (Most Expensive Movie Of India) কোনটি?

গত এক দশকে ভারতীয় চলচ্চিত্র শিল্প অনেকখানি এগিয়েছে, বড় বড় বাজেটের অনেক ছবি তৈরি হয়েছে। সেরকম ছবি গুলো করতে খরচও হয় আকাশ ছোঁয়া। আবার সেই ছবি দর্শকদের মনে না ধরলে লোকসানের মুখে দেখছে হয় ছবি নির্মাতাদের।

BAHUBALI

তবু ভারতে তৈরি হওয়া সব থেকে ব্যয়বহুল ছবি কোনটি সেটা হয়তো এখনো অনেকেই জানেন না। প্রায় প্রত্যেকেই বলবে হয় বাহুবলী (Baahubali) নাহলে ‘আদিপুরুষ’ (Adipurush) সবথেকে বেশি খরচ বহন করেছে। কিন্তু এদের মধ্যে কোনোটাই সবথেকে বেশি বাজেটের ছবি নয়। এর থেকেও বেশি বাজেটের ছবি ভারতের চলচ্চিত্র জগতে রয়েছে।

কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ সিনেমার বাজেট ছিল ৫০০ কোটি টাকা। ‘বাহুবলী’ সিনেমা মুক্তি পেয়েছিল দুই ভাগে। ২৫০ কোটি বাজেট ছিল এই ছবির। এমনকি শাহরুখ খানের বিপুল সাফল্যের মুখ দেখা সিনেমা ‘পাঠান’ (Pathaan) -র বাজেটও ছিল ২৫০ কোটি।

RRR

এদিকে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ (RRR) -র বাজেটও ছিল ৫০০ কোটি। দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’র বাজেট ছিল ৫০০ কোটি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Bramhastra) তৈরি করতে লেগেছিল ৪১০ কোটি টাকা।

আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘ঠগস অফ হিন্দুস্তান’ (Thugs Of Hindostan) তৈরি হয়েছিল ৩১০ কোটি টাকায়। তবে এগুলির একটিও নয়। নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ (Project K) ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসাবে এগিয়ে থাকবে। এই ছবির বাজেট ৬০০ কোটি টাকা।

PROJECT K

আরও পড়ুন : একের পর এক ফ্লপ সিনেমা, ‘আদিপুরুষ’ ব্যর্থ হতেই চরম সিদ্ধান্ত নিলেন প্রভাস

প্রভাস নাকি এই সিনেমার জন্য নিয়েছেন দেড়শো কোটি টাকা। কমল হাসন নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকার পারিশ্রমিক ১০ কোটি। অমিতাভ, দিশা প্রমুখের জন্য খরচ হয়েছে ২০ কোটি। অভিনেতাদের পারিশ্রমিক সব মিলিয়ে ২০০ কোটি। প্রযোজনার খরচ ঠিক এর দ্বিগুণ, অর্থাত্‍ ৪০০ কোটি টাকা।

আরও পড়ুন : ‘রকিভাই’ যশ থেকে ‘বাহুবলী’ প্রভাস, এই ৫ সুপারস্টারের আসল নাম ৯৯% মানুষই জানেন না