৩০ বছরের কেরিয়ারে এই প্রথম, বিরাট নজির গড়ে ফেললেন রচনা ব্যানার্জী

Rachana Banerjee`s New Sucess : প্রথমে টলিউড (Tollywood) তারপর বাংলা টেলিভিশন, নায়িকা ও সঞ্চালিকা দুই অবতারেই সেরা রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। একসময় ওড়িয়া এবং টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা নাম্বার ওয়ান ছিলেন তিনি। আর এখন তিনি বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi Number One)জি বাংলা (Zee Bangla) চ্যানেলের এই গেম শো রচনার জনপ্রিয়তার উপর ভর করে এগিয়েছে গত ১০ বছর ধরে।

দিদি নাম্বার ওয়ান কার্যত রচনার জীবনের দ্বিতীয় ইনিংস। তিনি এই রিয়েলিটি শো থেকে কেবল বাংলার মধ্যে নয়, দেশ-বিদেশের প্রচুর মানুষের অগাধ ভালোবাসা পাচ্ছেন। রচনা ছাড়া দিদি নাম্বার ওয়ান ভাবতেও পারেন না দর্শকরা। রচনা ম্যাজিকের উপর ভর করেই একের পর এক মাইলস্টোন ছুঁয়ে ফেলছে দিদি নাম্বার ওয়ান।

DIDI NUMBER ONE

বিগত প্রায় তিন দশকের অভিনয়ে জীবনে রচনা অনেক উত্থান-পতনের মুখে পড়েছেন। তবে তিনি যেমন জীবনে কখনও হেরে না গিয়ে ঘুরে দাঁড়িয়েছেন প্রত্যেকবার, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাংলার মহিলাদের কাছে অনুপ্রেরণার আরেক নাম রচনা ব্যানার্জী। এবার তার হাত ধরেই দিদি নাম্বার ওয়ান আরও এক নজির স্থাপন করে ফেলল।

দিদি নাম্বার ওয়ান এমন একটি রিয়েলিটি শো যা আট থেকে আশি সকলের কাছেই খুব জনপ্রিয়। রচনা সঞ্চালনায় পরপর আটটি সিজন উতরে গিয়েছে এই শো। এখন চলছে নবম সিজন (Didi Number One Season 9)। নবম সিজনের গর্বের ৫০০ পর্ব পেরিয়ে গেল দিদি নাম্বার ওয়ান (Didi Number One Season 9 500 Episode Celebration)। আজও সেই একই জনপ্রিয়তা রয়েছে এই শোয়ের। তাই ৫০০ পর্ব উদযাপন হল মহা ধুমধাম করে।

DIDI NUMBER ONE SEASON 9 500 EPISODE CELEBRATION

দিদি নাম্বার ওয়ানের নবম সিজনের ৫০০ পর্ব সেলিব্রেশনে কেক কেটে হৈ-হুল্লোড় হল সেটে। এদিন সেটে উপস্থিত ছিলেন তারকা সেলিব্রেটিরা। তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রচনা লেখেন, “আজ একটা বিরাট দিন ছিল। দিদি নাম্বার ১’ সিজন ৯’ আজ ৫০০ পর্ব সম্পন্ন হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য।”

আরও পড়ুন : টিআরপির লোভে মিথ্যাচার, সংসার ভাঙছে ‘দিদি নাম্বার ওয়ান’! জবাবে ধুয়ে দিলেন রচনা ব্যানার্জী

রচনা আরও লিখেছেন, “আমায় সব সময় সমর্থন করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, এদিনের স্পেশাল এপিসোডে হাজির ছিলেন জি বাংলার আসন্ন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) টিম। ছিলেন মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), সৃজনী পোদ্দার, কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) -রা।

আরও পড়ুন : ছোটবেলায় কেমন দেখতে ছিলেন রচনা ব্যানার্জী? দেখুন ছোট্ট রচনার মিষ্টি ছবি