List Of The Countries Separated From India : সোশ্যাল মিডিয়া (Social Media)-তে যেযন দেশ ভাগের নানা স্লোগান শুনতে এবং দেখতে পাওয়া যায় ঠিক তেমনি অখন্ড ভারতের দাবিতেও নানা ধরনের পোস্ট দেখতে পাওয়া যায়। এই নিয়ে বিতর্ক তৈরি হলেও অনেকেই কিন্তু জানেন না কোন কোন দেশে আলাদা হয়েছে ভারত (India) থেকে? তাই এই প্রতিবেদনে সেই প্রতিটি দেশের নাম দেওয়া হয়েছে।
পাকিস্তান (Pakistan) : ১৯৪৭ সালে স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি দেশ সৃষ্টি হয়। একদিকে ভারত হল হিন্দুদের দেশ এবং পাকিস্তান হল মুসলিমদের দেশ। তবে এরপরেও পাকিস্তান ভাগ হওয়ার পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়।
নেপাল (Nepal) : ব্রিটিশরা ভারতবর্ষ দখল করলেও নেপাল কখনও দখল করতে পারেননি। তাই ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকেই নেপাল আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। আজও এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। যদিও নেপালের রাজা বার বার নেপালকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন কিন্তু ভারত সরকার রাজি হয়নি।
থাইল্যান্ড (Thailand) : প্রাচীনকাল থেকেই থাইল্যান্ড বা ভারতের অংশ ছিল। সে দেশে এখনও অনেক হিন্দু মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। বহু প্রাচীনকালে এগুলি তৈরি হয়েছিল রে দেশে।
কম্বোডিয়া (Cambodia) : প্রাচীনকাল কম্বোডিয়াও ভারতের অংশ ছিল। সেই সময় এখানকার মানুষ ভগবান শিবের পূজাও করতেন। তাছাড়াও জানা গিয়েছে এখানকার মানুষের প্রধান ভাষা ছিল সংস্কৃত। ভারতীয় সংস্কৃতির আজও বেঁচে রয়েছেন সেখানকার মানুষদের মধ্যে।
ভিয়েতনাম (Vietnam) : প্রাচীনকালে ভিয়েতনামের নাম ছিল চম্পা। আজও এই বহু প্রাচীন হিন্দু মন্দিরের দেখা মিলবে এই দেশে। এর থেকেই জানা যায় যে এক সময় এখানেও প্রচুর পরিমাণে হিন্দুরা থাকতেন। আজ অবশ্য হিন্দুরা থাকেন না সেই দেশে।
মালয়েশিয়া (Malaysia) : মালয় নাম থেকে মালয়েশিয়া নামটি এসেছে। এখনও এই দেশের বহু জায়গায় হিন্দি দেব-দেবীদের পূজা করা হয়। তবে প্রাচীনকাল এই দেশের প্রধান ভাষা ছিল ব্রাক্ষ্মী ভাষা বা সংস্কৃত ভাষা। প্রাচীন লিপিতেও এই দুটি ভাষায় লেখা থাকতে দেখা গিয়েছে।
মায়ানমার (Myanmar) : এই দেশের প্রাচীন নাম ছিল ব্রক্ষ্মদেশ। প্রাচীনকাল থেকেই এই দেশটি ভারতের অংশ ছিল। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর ভারতকে এবং ভারতীয়দের দূর্বল করার জন্য এই দেশটিকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়।
তিব্বত (Tibet) : বর্তমান সময় চীনের অংশ হল তিব্বত। কিন্তু এক সময় ভারতবর্ষের অংশ ছিল তিব্বত। কিন্তু ব্রিটিশ আমলে তিব্বত একটি রাস্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলো। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর চীন তিব্বত দখল করে নেয়।
ভুটান (Bhutan) : ভুটান দেশটির নাম এসেছে সংস্কৃতি শব্দ ‘ভূ উত্থান’ থেকে। প্রাচীনকাল এই দেশও ভারতের অংশ ছিল। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর ১৯০৬ সালে ভুটানকে ভারত থেকে আলাদা করে দিয়ে ছিল।
আফগানিস্তান (Afghanistan) : প্রাচীনকালে আফগানিস্তানের নাম ছিল উপগানস্থান এবং কান্দাহারের নাম ছিল গান্ধার। মহাভারতেও এই শহরের কথা উল্লেখ রয়েছে। এক সময় ভারতের অংশ ছিল এই দেশ কিন্তু এখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত।
আরও পড়ুন : আজও মরচে পড়েনি, ভারতের এই মন্দিরে পুঁতে রাখা আছে পরশুরামে কুঠার
শ্রীলঙ্কা (Sri Lanka) : প্রাচীন ভারতের অংশ ছিল শ্রীলঙ্কা। এমনকি রামায়ণেও উল্লেখ রয়েছে এই দেশের। কিন্তু ব্রিটিশরা ১৯৩৫ সালে শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে। রাজা অশোকের পুত্র ও কন্যা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য শ্রীলঙ্কা গিয়েছিলেন।
আরও পড়ুন : বাংলার ৬ জাগ্রত কালী মন্দির, যেখানে গেলে কেউ খালি হাতে ফেরে না, মনোবাঞ্ছা পূর্ণ হবেই