৫ মাস একটানা টিআরপি তালিকাতে স্লট ধরে রাখার পর হঠাৎ করেই ছন্দপতন। আচমকাই কমেছে স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Shubho Bibaho) সিরিয়ালের টিআরপি! টিআরপি তালিকায় স্লট হারিয়ে এবার প্রশ্নের মুখে এই সিরিয়ালের ভবিষ্যৎ। বলা হচ্ছে নাকি এখানেই তেজ ও সুধার গল্পের ইতি টানবেন নির্মাতারা। জল্পনা যখন তুঙ্গে, তখন মুখ খুললেন সিরিয়ালের নায়িকা সোনামণি সাহা।
সোনামণি সাহা এবং হানি বাফনার জুটির এই সিরিয়াল প্রথম থেকেই বেশ পছন্দ করছেন দর্শকরা। এর বিপরীতে জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ বিশেষ সুবিধা করতে পারছে না। কিন্তু ইদানিং টিআরপিতে পিছিয়ে পড়ছে ‘শুভ বিবাহ’। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন, এই সিরিয়ালের প্রযোজনা সংস্থা অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট নাকি কলকাতা থেকে সরে যাচ্ছে। আর এতে সিরিয়াল বন্ধের জল্পনা আরও বাড়ছে। সত্যিই কি অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের ভবিষ্যৎ অন্ধকারে?
এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অ্যাক্রপলিসের প্রযোজক সানি ঘোষ রায়। তার কথায়, “এই খবর একদম ভিত্তিহীন। শুভ বিবাহ যেমন চলছিল, তেমন চলবে। জানি না কারা এটা রটাচ্ছে। আমরা যেভাবে গল্পটাকে দেখছি তাতে অনেকটা পথ বাকি আছে। গল্প গোটানোর প্রশ্নই নয়।” আর টিআরপির ওঠাপড়া নিয়েও বিশেষ চিন্তিত নন তিনি। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘‘আজকের দিনের নিয়ম এটা, সেটা মেনেই চলতে হয়। টিআরপি তালিকায় সবাই এগিয়ে থাকতে চায়। প্রযোজক হিসাবে আমাদেরও দায় থাকে। প্রতিযোগিতা তো থাকবেই।’’
আরও পড়ুন : বহু বছর পর সিরিয়ালে ফিরছে ছোট্ট ‘ভুতু’! কবে কোন চ্যানেল? জানুন বিস্তারিত
আরও পড়ুন : রাতারাতি বদলে গেল জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়িকার মুখ! এলেন নতুন অভিনেত্রী
আবার টিআরপি কমে যাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন সোনামণি। তাতে তিনি লেখেন কেবল নেটওয়ার্কের টেকনিক্যাল সমস্যার কারণে ‘শুভ বিবাহ’ -র টেলিকাস্ট অনেকেই দেখতে পাননি। বিগত দুমাস ধরে এই সমস্যা চলছে। এতে অনেক জেলার মানুষ ‘শুভ বিবাহ’ দেখতে পারছেন না। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন যারা এই সমস্যার মুখে পড়ছেন তারা যেন তাদের নাম, পোস্ট অফিস এবং কেবিল নেটওয়ার্কের নাম সোনামণির পোস্টে কমেন্ট করেন। এতে অভিনেত্রী এবং তার টিম কেবল নেটওয়ার্কের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।