বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মানালি দে (Manali Dey)। বউ কথা কও (Bou Kotha Kou) থেকে শুরু করে নকশি কাঁথা (Nokshi Katha), ধূলোকণা (Dhulokona) -র মত একের পর এক হিট সিরিয়াল তিনি উপহার দিয়েছেন বাংলায়। তিনি আবার ফিরছেন তার নতুন সিরিয়াল নিয়ে। স্টার জলসা নয়, এবার জি বাংলা (Zee Bangla) -র হাত ধরে ফিরছেন ‘ফুলঝুরি’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন সিরিয়ালের প্রোমো।
মানালির এই নতুন সিরিয়ালের নাম ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মানালির পাশাপাশি সিরিয়ালের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas), সৃজনী মিত্র (Srijni Mitra) -দের। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প বলবে এই নতুন সিরিয়াল। তারা প্রত্যেকেই একে অপরের পড়শী। যাদের মধ্যে গড়ে উঠবে অটুট বন্ধুত্বের সম্পর্ক। একে অপরের মনের দুঃখ তারা বোঝে।
প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে বিয়ে করে শ্বশুরবাড়ি চলেছে মানালি ওরফে শিমুল। শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই ছেলের বাড়ির আত্মীয়রা বউয়ের খুঁত ধরতে শুরু করেন। ’ছবির মত অতটাও ফর্সা নয় নতুন বউ’, এমন টিটকিরি শুনেও চুপ থাকে শিমুল। এমনকি শাশুড়ির নির্দেশে তার আনা সাধের হারমোনিয়ামের জায়গা হয় শ্বশুরবাড়ির গুদাম ঘরে।
এর কিছুদিন পর শিমুলের নামে আসে তার গানের শংসাপত্র। সে খুশি মনে সেটা শাশুড়িকে দেখাতে গেলে উল্টে গ্যাসে দুধ চাপিয়ে রেখে বেখেয়ালে রান্নাঘর ছেড়ে যাওয়ার জন্য শাশুড়ির কাছে বকা খায়। তার স্কুল টিচার বর নিজের চাকরি নিয়ে ব্যস্ত। তার কাছেও বউয়ের জন্য সময় নেই। মনের দুঃখে গানের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেয় শিমুল।
এরপর সে ছাদে জামা-কাপড় তুলতে যায় এবং সেখানেই তার সঙ্গে আলাপ হয় পাশের বাড়ির বৌদি বাসবদত্তার। তিনি তাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। তারপর একে একে স্নেহা, কুয়াশা, সৃজনীদের এন্ট্রি হয়। শিমুলের ছিঁড়ে ফেলা সার্টিফিকেট জুড়ে এনে তারা তার হাতে তুলে দেন। তারপর এই সাফল্য উদযাপন করেন তারা এক কাপ চা আর গরম গরম সিঙ্গাড়ার সঙ্গে।
আরও পড়ুন : আচমকাই সিরিয়াল ছেড়ে দিলেন জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, মাথায় হাত দর্শকদের
সোশ্যাল মিডিয়াতে এই প্রোমোর কমেন্ট বক্সে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া মিলছে। কেউ লিখছেন, “এক চামচ মেয়েবেলা, আর এক চামচ নিম ফুলের মধু মিশিয়ে তৈরি কার কাছে কই মনের কথা।” কেউ লিখছেন, প্রোমোটা তো একদম বাস্তবধর্মী। এখন দেখা যাক শেষ পর্যন্ত ভালোটুকু ধরে রাখতে পারে কিনা।” তবে মানালির বিপরীতে নায়ককে মোটেই মনে ধরেনি দর্শকদের। কেউ জি বাংলাকে সতর্ক করে লিখছেন, “দেখবেন মেয়েবেলার নকল করতে গিয়ে শেষে মেয়েবেলার মত অবস্থা না হয়।”
আরও পড়ুন : আর দেখতে পাবেন না Zee Bangla-র পছন্দের বাংলা সিরিয়ালগুলি, নতুন নিয়মে ক্ষুব্ধ দর্শকরা