জি বাংলা (Zee Bangla) চ্যানেলের বেশ কিছু সিরিয়ালের টিআরপি এখন বেশ কম। এর মধ্যে রয়েছে সোহাগ জল (Sohag Jol), মুকুট (Mukut), ইচ্ছে পুতুল (Icche Putul)। অনুরাগের ছোঁয়ার জয়জয়কার ঠেকানোর জন্য মুকুট সিরিয়ালটিকে তার বিপরীতে আনা হয়েছিল। কিন্তু স্টার জলসার টপার সিরিয়ালকে নিজের জায়গা থেকে নামানো তো দূর, টিআরপির অভাবে মুকুটকেই সরে যেতে হল শেষ পর্যন্ত।
টানা তিন মাস সম্প্রচারের পরেও টিআরপিতে তেমন কোনও ভাল ফলাফল করতে পারেনি শ্রাবণী ভূঁইয়া (Shraboni Bhunia), শ্রীপর্ণা রায় (Sriparna Roy), আনন্দ বোস (Ananda Bose) -দের এই সিরিয়ালটি। এই সিরিয়ালের গল্পটা নতুনত্ব হলেও দর্শকদের মন জয় করতে পারছে না। এমনকি তিন মাসের মাথাতেই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে।
এদিকে আবার সিরিয়ালের টিআরপি এমন তলানিতে থাকা অবস্থাতেই নাকি নায়িকার সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে সিরিয়ালের সেকেন্ড লিড শ্রীপর্ণা নাকি এই সিরিয়ালে আর অভিনয় করবেন না। তার কারণ বিগত বেশ কয়েকদিন ধরে তাকে আর টিভির পর্দায় দেখা যাচ্ছে না।
শ্রীপর্ণা নায়িকা না হলেও তার চরিত্রটি এই সিরিয়ালে খুবই গুরুত্বপূর্ণ। তারকাদের ধামাকা নিয়েই কার্যত শুরু হয়েছিল মুকুট সিরিয়ালটি। কিন্তু সিরিয়ালের টিআরপি নেমে যাওয়াতে মুকুটের স্লট বদলে দেওয়া হয়েছে কিছুদিন আগেই। এরই মধ্যে আবার শ্রীপর্ণার সিরিয়াল ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে এখন।
যদিও হিন্দুস্তান টাইমস বাংলার কাছে অভিনেত্রী জানিয়েছেন, “আমি মুকুট ছাড়িনি, এখনও টিমের সঙ্গেই আছি।” তবে তাকে কেন এখন সিরিয়ালে দেখা যাচ্ছে না সেই সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি অভিনেত্রী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন এই বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। এদিকে আবার স্টুডিও পাড়াতে শোনা যাচ্ছে অন্য খবর।
আরও পড়ুন : সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন ‘গৌরী’ মোহনা, পাত্র কে? ফাঁস হল সিক্রেট
শোনা যাচ্ছে ব্লুজ প্রযোজনা সংস্থা থেকে কাউকে কিছু না জানিয়েই নাকি হঠাৎ করে শ্রীপর্ণাকে শুটিং থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়া হয়নি। স্পষ্ট ভাবে কিছু না জানালেও অভিনেত্রীকে নিয়ে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এখন।
আরও পড়ুন : খলনায়িকা হয়ে শুরু করেন অভিনয়, আজ বাংলা সিরিয়ালের সেরা নায়িকা এই ৪ অভিনেত্রী