বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছিলেন মুকেশ আম্বানির পুত্রবধূ? দেখলে তাক লেগে যাবে

ভারতে সবচেয়ে দামি দামি জিনিসপত্রের শখ রয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তার পরিবারের। তবে তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিসপত্র কেনার শখ রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)-র। বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে দামি ব্যাগ, পোশাক, গয়না সব কিছুই রয়েছে তার কালেকশনে।

তবে তার‌ এই কালেকশনের সবচেয়ে দামি জিনিসগুলো হল তার গয়না। কোটি কোটি টাকা দামের গয়না রয়েছে তার কাছে। তবে এই দামি গয়নার কালেকশনের দিক থেকে তাকে‌ কিন্তু টক্কর দিতে পারে‌ তার পরিবারের একজন‌ সদস্য। জানেন এই সদস্যের নাম?

shloka mehta diamond necklace
ইনি হলেন আম্বানি পরিবারের পুত্রবধূ শ্লোকা আম্বানি (Shloka Ambani)। সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্লোকা। তার সন্তানের জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছেন তিনি। আম্বানি পরিবারের তরফে তার সন্তানের নাম রাখা হয়েছে বেদা। কিন্তু শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য নয়, তিনি লাইমলাইটে রয়েছেন আরও একটি কারণে।

আসলে এর পিছনে রয়েছে তার একটি বহুমূল্য হিরের গয়না। যেটি বিয়ের সময় উপহার পেয়েছিলেন তিনি। মুকেশ আম্বানি ও নীতা আম্বানি এই উপহারটি দিয়েছিলেন তাকে। এটি হল একটি নেকলেস। যার দাম প্রায় ৪৫১ কোটি টাকা। এই গয়নাটি নির্মাণ করেছে বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা ‘মোওয়াদ’।

SHLOKA AMBANI`S NECKLACE

তবে বহুমূল্য হিরের গয়নাটি তৈরি করা হয়েছিল উনিশ শতকে। এই গয়নাটি দুর্লভ কিছু হিরে দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু গয়নার মূল আকর্ষণ হল সোনালী রঙের একটি হিরে। জানা গিয়েছে, ১৯৮০ সাল নাগাদ আফ্রিকার কঙ্গোতে এই হিরেটি পাওয়া গিয়েছিল। হিরেটা নাকি ছোট্ট একটি মেয়ে খুঁজে পেয়েছিল।

আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামি গয়না পরেন মুকেশ আম্বানির পুত্রবধূ, এর দাম আপনার কল্পনার বাইরে

The Mouawad L’Incomparable Diamond Necklace
নেকলেসটি তৈরির আগে ঐ হিরেটি বিভিন্ন প্রদর্শনশালায় প্রদর্শিত হয়েছে। এই হিরেটির ওজন ৪০৭.৪৮ ক্যারট। এই হিরেটি থাকার জন্য এই নেকলেসটির এত দাম হয়েছে। তবে এই হিরে ছাড়াও নেকলেসটিতে মোট ৯১টি সাদা হিরে রয়েছে যার ওজন ২০০ ক্যারেট। ‘মোওয়াদ ল’ইনকম্পারেবল’ এই নেকলেসটি হল পৃথিবীর সবচেয়ে দামি নেকলেস‌।

আরও পড়ুন : ভোলেননি ভারতীয় সংস্কৃতি, নাতনির কী নাম রাখলেন মুকেশ আম্বানি? জানলে অবাক হবেন