বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি জি বাংলা (Zee Bangla) -র রান্নাঘর (Rannaghor) -এর সঞ্চালিকা হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাতে আর কোনও টিভি সিরিজ এত বছর পর্যন্ত চলেনি। তাই সুদীপার রান্নাঘর কার্যত রেকর্ড গড়ে ফেলেছিল। কিন্তু কিছু সময় আগেই সুদীপার রান্নাঘরের সম্প্রচার বন্ধ হয়েছে। এখন স্বামী-সন্তান এবং শাড়ির ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী।
টিভির পর্দা থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভীষণ অ্যাকটিভ থাকেন সুদীপা। মাঝেমধ্যে তিনি সেখানে তার জীবনের নানা ঘটনাও শেয়ার করে নেন। সকলেই জানেন সুদীপা হলেন তার স্বামী অগ্নিদেব চ্যাটার্জী (Agnidev Chatterjee) -র দ্বিতীয় স্ত্রী। অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তানরা রয়েছেন। তাদের সঙ্গেও সুদীপার বেশ ভালই সম্পর্ক রয়েছে।
কিছুদিন আগেই সুদীপার সৎ ছেলের জন্মদিন গিয়েছে। অগ্নিদেব চ্যাটার্জীর প্রথম পক্ষের একমাত্র ছেলের নাম আকাশ চ্যাটার্জী। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে আকাশকে শুভেচ্ছা বার্তা দেন সুদীপা। তিনি আকাশের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “আমি যখন এই ছেলেকে প্রথম দেখি তখন ও স্কুলে পড়তো। নিয়তি আমাদের এক জায়গায় নিয়ে এসেছে।”
তিনি আকাশকে নিয়ে লিখেছেন, “আমরা ভাল বন্ধু হয়েছি। কখনও একে অপরের সবচেয়ে বড় সমালোচক। তবে সবচেয়ে বেশি বোধহয় আমরা একে অপরের সমর্থক।” তিনি লিখেছেন, “তুমিযদি কখনও পড়ে যাও আমি তোমার পাশে গিয়ে দাঁড়াব। আমি যদি পড়ে যাই, জানি তোমাকে পাশে পাব। তোমার শর্তহীন ভালোবাসা নিয়ে আমার সঙ্গ দেবে। আমরা আমাদের সম্পর্ককে কোনও নাম দিতে চাই না।”
সুদীপা আরও লিখেছেন, “আমি কোনদিনও তোমার মা হতে পারব না। আমি তোমার ‘এই জো’ হয়েই থাকতে চাই। হ্যাপি বার্থডে হ্যান্ডসাম। তুমি নতুন পয়সার মত উজ্জ্বল হও। গাছের মত বড় হও। তোমার মুখের হাসি অটুট থাকুক।’’ রান্নাঘর শোয়ের জনপ্রিয়তা একসময় ছিল তুঙ্গে। কিন্তু শেষের দিকে সুদিপাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলিং শুরু হয়।
আরও পড়ুন : এত অপমান, তবুও দেখনদারি গেল না! ছেলেকে রুপোর থালায় খেতে দিয়ে ট্রোলড রান্নাঘরের সুদীপা
সুদীপার কিছু কথা এবং মানুষের সঙ্গে তার রূঢ় আচরণ, শাড়ির ব্যবসা নিয়ে কিছু গন্ডগোলের কারণে সাধারণের মধ্যে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। বিতর্কের মুখে পড়ে রান্নাঘরও বন্ধ হয়ে যায়। এখন সবকিছু ছেড়ে শাড়ি-গয়নার ব্যবসাতেই মন দিয়েছেন তিনি। যদিও সুদীপার নামে চড়া দামে জিনিস বিক্রি করার অভিযোগ রয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে তাকে অনেক কথাও শুনতে হয়েছে।
আরও পড়ুন : ধর্মীয় ভাবাবেগে আঘাত! ফেসবুকে ‘অহংকারী’ সুদীপার মন্তব্যে উঠলো তুমুল বিতর্কের ঝড়