একের পর এক নক্ষত্রপতন বলিউডে, ২০২৩-এ মারা গেলেন এই ১০ তারকা

চলতি বছরে আমরা হারিয়েছি বহু প্রতিভাবান তারকাকে। সেই জন্য বলিউড (Bollywood) থেকে শুরু করে টেলিভিশন (Television) সব জায়গাতেই শোকের ছায়া নেমে এসেছে। তবে শুধু মাত্র‌, ভারতীয় তারকারাই নয়, তালিকায় নাম রয়েছে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাও। তালিকায় দেওয়া হল এই তারকাদের নাম।

বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyay) : হিন্দি টেলিভিশন (Hindi television)-এর জনপ্রিয় অভিনেত্রী হলেন বৈভবী উপাধ্যায়। চলতি মাসের ২৩ তারিখ একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীর‌। জানা গিয়েছে, তিনি হিমাচল প্রদেশ গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটেছে।

Aditya Singh Rajput

আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput) : বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা আদিত্য সিং রাজপুত। সম্প্রতি তার বাড়ির বাথরুমেই তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে অত্যাধিক পরিমাণে মাদকদ্রব্য নেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে।

পামেলা চোপড়া (Pamela Chopra) : ভারতের জনপ্রিয় ফিল্ম প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা হলেন প্রয়াত পরিচালক যশ চোপড়া। তার স্ত্রী হলেন পামেলা চোপড়া। এবছর ৮৫ বয়সে এই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছেন পামেলা।

SATISH KAUSHIK

সতীশ কৌশিক (Satish Kaushik) : বলিউডের পরিচিত মুখ হলেন অভিনেতা সতীশ কৌশিক। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি পরিচালনাও করেছিলেন তিনি। এবছর বন্ধুদের সঙ্গে হোলিও খেলেছিলেন তিনি। তার কয়েক দিনের মধ্যেই হঠাৎ মৃত্যু হয় তাঁর।

AKANSHA DUBEY

আকাঙ্ক্ষা দুবে (Akanksha Dubey) : ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা হলেন আকাঙ্ক্ষা দুবে। চলতি বছরে তিনিও চলে গিয়েছেন এই পৃথিবীর ছেড়ে। জানা গিয়েছে, বারাণসীর একটি হোটেলে মৃতদেহ পাওয়া গিয়েছিল।

শাহনেওয়াজ প্রধান (Shahnawaz Pradhan) : বহু জনপ্রিয় ধারাবাহিক ও সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তবে তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু এবছরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয়েছে তার।

Sunil Holkar

সুনীল হোলকার (Sunil Holkar) : ‘তারক মেহতা কা উল্টা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah)-তে অভিনয় করে দর্শকদের মনজয় করেছিলেন এই অভিনেতা। কিন্তু মাত্র ৪০ বছর বয়স লিভারের সিরোসিসের সমস্যায় আক্রান্ত হয় মৃত্যু হয়েছে তার।

শরৎ বাবু (Sarath Babu) : তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন শরৎ বাবু। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বেশি কিছু দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।

RAY STEVENSON

রে স্টিভেনসন (Ray Stevenson) : তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবি ‘আর আর আর’ (RRR)-এ খলনায়কের চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন এই আইরিশ অভিনেতা। মাত্র ৫৮ বয়সে আমরা তাকে হারালাম।

আরও পড়ুন : ৪ দিনে ৪ সিরিয়াল তারকার মৃত্যু, রহস্য ঘনাচ্ছে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে

নীতিশ পান্ডে (Nitesh Pandey) : বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা নীতিশ পান্ডে। টেলিভিশনে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু মাত্র ৫১ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন : দিব্যা ভারতীর মৃত্যুর পর ঘটেছিল এই অলৌকিক ঘটনা, শুনলে গায়ে কাঁটা দেবে