৪ দিনে ৪ সিরিয়াল তারকার মৃত্যু, রহস্য ঘনাচ্ছে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে

৪ দিনে রহস্যজনকভাবে মৃত্যু হল ৪ সিরিয়াল তারকার, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

গত কয়েকদিন দিন ধরেই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি (Television industry)-তে। এমন খারাপ পরিস্থিতির মধ্যে টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়া (Social media)-য় শোক প্রকাশ করেছেন। আসলে চলতি মাসে পর পর চার দিনে মৃত্যু হয়েছে টেলিভিশনের চার জনপ্রিয় তারকার। তাদের মধ্যে একজন ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী সুচন্দ্রা দাসগুপ্ত (Suchandra Das gupta)

অভিনেত্রী সুচন্দ্রার মৃত্যু হয়েছে গত ২১ মে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। বাড়ি ফেরার জন্য প্রতিদিন তিনি অ্যাপের মাধ্যমে বাইক বুক করেন। এদিনও এভাবে বাইকে ফিরছিলেন তিনি।

Suchandra Dasgupta

কিন্তু হঠাৎ রাস্তার সামনে এক ব্যক্তি সাইকেল নিয়ে চলে আসায় ঐ বাইক চালক জোড়ে ব্রেক কষে। যার ফলে সুচন্দ্রা পিছনে পরে যায়। সেই সময় বাইকের পিছনে একটি ট্রাক আসছিল। সেই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর।

তারপর গত ২২ মে মৃত্যু হয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput)-এর। জানা গিয়েছে, আদিত্যর দেহ তার বাড়ির বাথরুমে পাওয়া গিয়েছিল। সকালে যখন আদিত্যর রুমমেট বাড়ি ফিরে ছিলো তখন আদিত্যকে ঐ বাথরুমে পরে থাকতে দেখা গিয়েছিল।তাকে এভাবে পড়ে থাকতে দেখে এক সিকিউরিটি গার্ডের সাহায্য নিয়ে তাড়াতাড়ি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছিল। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

Aditya Singh Rajput

তবে এখানেই শেষ নেই, ২৩ মে আমরা হারিয়েছি আরও এক জনপ্রিয় অভিনেত্রীকে। ইনি হলেন বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyay)। জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ (Sarabhai vs Sarabhai)-তে দেখা গিয়েছিল তাকে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী কিছুদিন আগে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিল সেখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

Nitesh Pandey

আরও পড়ুন : দিব্যা ভারতীর মৃত্যুর পর ঘটেছিল এই অলৌকিক ঘটনা, শুনলে গায়ে কাঁটা দেবে

অন্যদিকে গত ২৪শে মে মৃত্যু হয়েছে অভিনেতা নিতিশ পান্ডে (Nitesh Pandey)-এর। বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি সেই শো চলাকালীন হঠাৎ তার হৃদযন্ত্র বিকল হয় যায়। যার ফলে মাত্র ৫১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা।

আরও পড়ুন : কেউ আগুনে পুড়ে, কেউ গাড়ি দুর্ঘটনায়, মর্মান্তিক মৃত্যু হয়েছে বলিউডের এই ৭ তারকার