বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি, তার মধ্যে দেবী চৌধুরানী (Debi Choudhurani), মোহর (Mohar), এক্কাদোক্কা (Ekkadokka) উল্লেখযোগ্য। বিশেষ করে বাংলা টেলিভিশনে প্রতিক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার জুটি খুবই জনপ্রিয়। তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও নাকি তারা প্রেম করছেন।
সেই মোহর ধারাবাহিক চলার সময় থেকেই প্রতীক এবং সোনামনির প্রেমের খবর শোনা যাচ্ছে। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে রসায়ন জেনে ভক্তরা তো খুবই খুশি। তবে সোনামণি আগেই একবার বিয়ে করেছেন। খুব ছোট বয়সে তিনি বিয়ে করেন তার প্রেমিক তথা কোরিওগ্রাফার সুব্রত রায়কে। ২০১৫ সালে তাদের বিয়ে হয়।
কিন্তু সোনামণি এবং সুব্রতর বিয়ে খুব একটা সুখের হয়নি। তাদের বিয়েটা খুব বেশিদিন টিকতে পারেনি। ৫ বছরের মাথায় ভেঙ্গে যায় তাদের সম্পর্ক। এরপরই ধারাবাহিকে পা রাখেন পর্দার রাধিকা। কিন্তু পাঁচ বছর পরে কেন ভেঙে যায় সোনামণি ও সুব্রতর সুখের সংসার? এই বিষয়ে মুখ খুলেছিলেন নায়িকা নিজেই।
তিনি তার স্বামীর সম্পর্কে বলতে গিয়ে বলেন, “আমি মুখ খুললে অনেককে জেলে যেতে হবে।” তবে সোনামণির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চুপ থাকেননি সুব্রত। তিনিও একটি সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। সুব্রত জানান তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তিনি শুধু সোনামনির অভিনয়ের কথা ভেবে মালদা থেকে কলকাতা এসেছিলেন তাকে নিয়ে।
স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য কলকাতাতে ফ্ল্যাট কিনেছিলেন সুব্রত। সবকিছুই ঠিকঠাক চলছিল তাদের মধ্যে কিন্তু হঠাৎ করেই লকডাউনে বাড়ি ছেড়ে চলে যান সোনামণি। এর পরে আর তিনি তার স্বামীর কাছে ফিরে আসেননি। পরে ভাইকে নিয়ে এসে কলকাতার ফ্ল্যাট থেকে তিনি তার নিজের সমস্ত জিনিস এবং বিয়ের কাগজপত্র নিয়ে চলে যান।
আরও পড়ুন : ১৮ না পেরোতেই বিয়ে, তারপরই ডিভোর্স, বাংলা সিরিয়ালের আদর্শ এই নায়িকাদের বিয়ে টেঁকেনি বাস্তবে
সুব্রত অভিযোগের সুরে বলেছেন তিনি তার প্রাক্তন স্ত্রীর জন্য অনেক কিছুই করেছেন। সোনামণি অবশ্য নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও কিছুই বলেননি। প্রতিকের সঙ্গে তার সম্পর্কের খবর জানাজানি হতেই গুঞ্জন শুরু হয়েছিল যে তার জন্যই নাকি সোনামণির প্রথম সংসার ভেঙেছে। তবে সেই গুজব অভিনেত্রী উড়িয়ে দিয়েছেন। প্রতীককে তিনি নিজের শিক্ষক এবং আদর্শ বলে মানেন।
আরও পড়ুন : যোগ্যতা থাকলেও সম্মান পাচ্ছেন না, সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উজাড় করে দিলেন মোহরের ‘শঙ্খ’ প্রতীক