কাকে বেশি ভয় পান প্রসেনজিৎ? বুম্বাদার গোপন সিক্রেট ফাঁস করে দিলেন রচনা

‘প্রসেনজিৎ ভীষণ ভীতু’! বুম্বাদার গোপন সিক্রেট ফাঁস করে দিলেন রচনা

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) এবং রচনা ব্যানার্জী (Rachana Banerjee), টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার জুটিটা দর্শকদের আজও বড় প্রিয়। একসঙ্গে প্রায় ৩৫ টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। প্রসেনজিৎ-রচনার জুটির সমীকরণটা কিন্তু বাস্তবেও বেশ ভাল। প্রসেনজিতেরই এক গোপন সিক্রেট একবার একটি সাক্ষাৎকারে ফাঁস করে দেন রচনা।

বেশ কয়েক বছর আগে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘অপুর সংসার’ (Apur Sangsar) নামের একটি টক শো-তে উপস্থিত হয়েছিলেন রচনা। সঞ্চালক শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee) তাকে যে যে প্রশ্ন করেন তার খোলাখুলি উত্তর দেন তিনি। ভরা সভায় প্রসেনজিতের সিক্রেটটাও তিনি ফাঁস করে দেন। মজা করেই যেমন বলে বসেন তার একটাই আক্ষেপ প্রসেনজিৎ কেন ভাবলেন না যে রচনার সঙ্গেও প্রেম করা যায়?

PRASENJIT CHATTREJEE AND RACHANA BANERJEE

সেই সঙ্গে তিনি আরও একটি দারুণ মজার তথ্য ফাঁস করেন যে ব্যক্তি জীবনে নাকি প্রসেনজিৎ ভীষণ ভীতু। পর্দায় একজন দাপুটে অভিনেতা হলেও প্রসেনজিৎ বাস্তবে একজন ভীতু মানুষ। বিশেষ করে গাড়ি চালানোর সময় তিনি খুব বেশি সতর্ক হয়ে পড়েন। রাস্তায় তার গাড়ির স্পিড থাকে খুবই কমের দিকে। রচনার কথায় সায় দেন শাশ্বতও।

রচনা একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন একবার তারা একটি জায়গাতে শো করতে গিয়েছিলেন। প্রসেনজিযকে দেখবেন বলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেখানে। কিন্তু প্রসেনজিৎ ভয়ে এক জায়গাতে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন। সেই সঙ্গে তিনি অর্পিতা চট্টোপাধ্যায়কেও আটকে রেখেছিলেন বেরোতে দিচ্ছিলেন না সেই ভিড়ের মাঝে।

RACHANA BANERJEE AND PRASENJIT CHATTREJEE

রচনা বলেন বুম্বাদার সঙ্গে কোথাও কনসার্টে যেতে তার সবথেকে বেশি ভয় লাগত। কারণ তাদের হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হত। আর গাড়িতে উঠলে তো রক্ষে নেই আর। কারণ প্রসেনজিতের গাড়ির স্পিড কখনও ৪০ এর বেশি উঠত না। ৩ ঘন্টার রাস্তা তাদের পার হতে সময় লাগে ৬ ঘন্টা। খুবই ধীরে সুস্থে গাড়ি চালাতে হয় প্রসেনজিৎ সঙ্গে থাকলে।

RACHANA BANERJEE

আরও পড়ুন : দেবশ্রী পাত্তা পেলেন না, Didi No 1-এ রচনার এত সাফল্যের কারণ কি? জবাব দিলেন অভিনেত্রী

রচনা ওই সাক্ষাৎকারে সম্পর্ক, বিয়ে নিয়েও মুখ খুলেছিলেন। তার কথায় অভিনয়ের পেশায় যারা কাজ করেন, বিশেষ করে অভিনেত্রীরা তাদের এমন কাউকে বিয়ে করা উচিত যারা তাদের পেশাটাকে বুঝবেন। সেই পেশার মানুষ হলে তো খুবই ভাল, নয়ত অভিনয়ের পেশা সম্পর্কে বোধ থাকবে তেমন মানুষের সঙ্গেই সংসার করা উচিত। নয়তো সংসারে মানিয়ে নেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন : ফাঁস হয়ে গেল রচনার বিনা মেকআপের লুক, ‘আসল চেহারা’ দেখে সমালোচনার ঝড় নেটপাড়ায়