বাঙালি অভিনেত্রীকে বিয়ে করে হয়েছেন বাংলার জামাই, আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীকে চেনেন?

ভারতীয় সিনেমা (Indian cinema)-য় খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে বহু প্রতিভাবান অভিনেতাকে। তাদের মধ্যেই অন্যতম হলেন আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। বহু জনপ্রিয় হিন্দি ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দক্ষতার জন্যই ভারতীয় সিনেমার সেরা খলনায়কদের তালিকায় চিরকাল নাম থেকে যাবে তার।

তবে শুধু হিন্দি সিনেমা (Hindi Cinema) নয় বহু বাংলা সিনেমাতেও খলনায়কের ভূমিকা দেখা গিয়েছে আশিষকে। এমনকি কলকাতায় এসে থাকতেও খুব ভালবাসেন এই অভিনেতা। যদি এর পিছনে একটি কারণ রয়েছে যে জন্য এই শহরকে তিনি খুব আপন করে নিতে পেরেছেন।

আসলে অনেকেই জানেন যে, হিন্দি সিনেমার জনপ্রিয় এই খলনায়কের সঙ্গে বাংলার একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ আশিষ বিদ্যার্থীর স্ত্রী হলেন বাঙালি। তাই আশিষ হলেন বাংলার জামাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bengali film industry)-র জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua)-র কন্যার সঙ্গে বিয়ে হয়েছিল তার।

তবে খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য সারা ভারতবাসী চেনে আশিষ বিদ্যার্থীকে। কিন্তু তার স্ত্রীকে খুব কম মানুষই চেনেন। এমনকি অনেক বাঙালিও জানেনা, তার স্ত্রীর পরিচয়। আসলে তার স্ত্রীর নাম হল রাজসী বিদ্যার্থী (Rajoshi Vidyarthi)। সুঅভিনেত্রী ও সুগায়িকা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রাজসী।

ASHISH VIDYARTHI AND RAJOSHI BARUA

স্বামী এবং মায়ের মতো একসময় রাজসীও খুব জনপ্রিয় ছিলেন। তার রূপে মুগ্ধ ছিলেন বহু মানুষ। বেশ কিছু হিন্দি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয় করতে গিয়েই আশিষের সঙ্গে আলাপ হয়েছিল রাজসীর। তারপর সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তারা বিয়েও করেন।

SHAKUNTALA BARUA WITH RAJOSHI VIDHYARTHI

আরও পড়ুন : রিনা, কিরণ কেউই নয়, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন কে? পরিচয় জানলে চমকে যাবেন

তাদের এক পুত্র সন্তান রয়েছে। এখন স্বামীর মতো খুব বেশি লাইমলাইটে আসতে দেখা যায় না রাজসীকে। এই জন্য বিয়ের পরেই সিনেমা জগতে খুব বেশি দেখতে পাওয়া যায়নি তাকে। তবে মাঝেমধ্যে আশিষের সোশ্যাল মিডিয়া (Social media)- অ্যাকাউন্টে তার ছবি দেখা যায়।

আরও পড়ুন : ঐশ্বর্য কেড়ে নিয়েছেন স্বামীকে, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন অভিষেকের প্রথম স্ত্রী