ঐশ্বর্য কেড়ে নিয়েছেন স্বামীকে, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন অভিষেকের প্রথম স্ত্রী

ঐশ্বর্য নয়, অভিষেকের প্রথম স্ত্রী এই অভিনেত্রী! হাতের শিরা কেটে করেন আত্মহত্যার চেষ্টা

বচ্চন পরিবার (Bachchan Family) এর প্রত্যেক সদস্যই হলেন সুপারস্টার। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan) এর পাশাপাশি তাদের পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan), পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), সকলেই বলিউডের নামী তারকা। তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে থাকে অনেক বিতর্ক। বিতর্ক যেমন ঐশ্বর্যকে নিয়ে আছে, তেমনই অভিষেকের জীবনেও কিছু কম নেই।

বলিউডের বেশ কিছু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল অভিষেক বচ্চনের। রানী মুখার্জী থেকে শুরু করে করিশ্মা কাপুর, এদের সঙ্গে নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্কটা। তবে বলিউডের এই সুন্দরীরা ছাড়াও অভিষেকের জীবনে ছিলেন একজন সুন্দরী মডেল। নাম তার জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তিনি বলিউডের একজন মডেল-অভিনেত্রী হিসেবে পরিচিত।

JAHNVI KAPOOR AND ABHISHEK BACHCHAN

জাহ্নবী কাপুর মডেলিং করার পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেন। অভিষেকের সঙ্গে ‘দশ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার দাবি ছিল, অভিষেকের সঙ্গে নাকি তার প্রেমের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয় এই সিনেমার শুটিং সেটে তারা নাকি কাছাকাছি আসেন। এমনকি জাহ্নবীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিষেক।

জাহ্নবীর দাবি ছিল অভিষেক তাকে ঠকিয়েছেন। অভিষেকের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি খোলাসা করেন যখন অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে হচ্ছিল। দুই তারকার বিয়ের দিন বচ্চনদের বাড়ির সামনে ধর্না দিয়েছিলেন জাহ্নবী। সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলে বলেন ঐশ্বর্য নাকি তার স্বামী অভিষেককে তার থেকে কেড়ে নিচ্ছেন।

JAHNVI KAPOOR AND ABHISHEK BACHCHAN

ওইদিন জাহ্নবী তার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ এসে তাকে সরিয়ে নিয়ে যায়। ওইদিন ব্যতীত জাহ্নবীকে আর কখনও প্রকাশ্যে এভাবে এমন বিস্ফোরক দাবি করতে শোনা যায়নি। অনেকেই মনে করেছিলেন জাহ্নবীর এই কীর্তিতে হয়তো বা অভিষেক এবং ঐশ্বর্যের বৈবাহিক জীবনে প্রভাব পড়বে। কিন্তু তেমনটা হয়নি।

JAHNVI KAPOOR AND ABHISHEK BACHCHAN

আরও পড়ুন : লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে, কঠিন রোগ নিয়েও কিভাবে ফিট থাকেন অমিতাভ?

অভিষেক এবং ঐশ্বর্যর সম্পর্ক শুরু হয়েছিল ২০০৭ সালে। এক বছরের মধ্যেই তারা বিয়ের পিঁড়িতে বসেন। বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে আসেন ঐশ্বর্য। তাদের বিয়ের দিনই বিয়েবাড়ির বাইরে তুলকালাম কাণ্ড বাঁধানোর চেষ্টা করেছিলেন জাহ্নবী। তবে ঐশ্বর্য কিংবা অভিষেক তাতে বিশেষ আমল দেননি। ২০০৭ সালের ২০শে এপ্রিল বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে প্রায় ১৬ টা বছর একে অপরের সঙ্গে কাটিয়ে ফেললেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন : দিদি করিশ্মার কারণেই নষ্ট হয়েছে করিনার কেরিয়ার, সত্যিটা জানলে চমকে যাবেন