বলিউড-এর (Bollywood) সবচেয়ে বড় সুপারস্টার (superstar) হলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি দেশে নয়, বিদেশেও যথেষ্ট জনপ্রিয়। ২৫ বছরের বেশি সময় ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রি‘তে (Film industry) নিজের রাজত্ব ধরে রেখেছেন তিনি। বহু ব্লকবাস্টার (Blockbuster) ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এমন বহু বাস্টার ছবি রয়েছে যেগুলিতে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু করেননি।
থ্রি ইডিয়টস (3 Idiots) : আমির খান (Aamir Khan) অভিনীত এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি প্রায় ৩৫০ কোটি টাকা কালেকশন করেছিল সারা বিশ্ব থেকে। এই ছবিতেও নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল শাহরুখের। কিন্তু ব্যস্ততার কারণে এই ছবিতে কাজ করতে পারেননি তিনি।
লাগান (Lagaan) : আমির খান অভিনীত আরও একটি ব্লকবাস্টার ছবি হল ‘লাগান’। পরিচালক আশুতোষ গোয়ারিকর-এর (Ashutosh Gowariker) এই ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। মোট ৬৫ কোটি টাকার কালেকশন করেছিল ছবি। কিন্তু এই ছবিতেও প্রথমে শাহরুখকের কথা ভাবা হয়েছিল। কিন্তু শাহরুখ সময় দিতে পারেননি।
কাহো না পেয়ার হ্যায় (Kaho Naa… Pyaar Hai) : হৃতিক রোশন-এর (Hrithik Roshan) জীবনের প্রথম ছবি হল ‘কাহো না পেয়ার হ্যায়’। এই ছবিটি সারা পৃথিবী থেকে প্রায় ৮০ কোটি টাকা কালেকশন করেছিল। এই ছবির নায়ক হিসেবেও শাহরুখকেই প্রথমে বেছে নেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় হৃতিকে বলা হয়।
রং দে বসন্তী (Rang De Basanti) : আমির খান অভিনীত ব্লকবাস্টার ছবি হল ‘রং দে বসন্তী’। তবে আমির ছাড়াও এই ছবির অনেক জনপ্রিয় তারকারা ছিলেন। বক্স অফিসে ভালো ফল করেছিল এই ছবিটি। তবে এই ছবিতেও শাহরুখের অভিনয় করার কথা ছিল।
আরও পড়ুন : কে সেরা : শাহরুখ সলমান নাকি আমির? প্রকাশ্যে এল তালিকা
যোধা-আকবর (Jodhaa Akbar) : অভিনেতা হৃতিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চনের জুটিকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই ছবিটির বক্স অফিসে ভালো ফল করেছিল। তবে এই ছবিতে অভিনয় করার জন্য প্রথমে শাহরুখকে বলা হয়েছিল। তিনি রাজি হননি বলে পরে হৃতিককে বলা হয়।
আরও পড়ুন : ‘পাঠান’-এর জন্য কত পারিশ্রমিক নিলেন? জবাবে চমকে দিলেন শাহরুখ খান