Bengali Actor And Actresses in Hindi Serial : হিন্দি সিনেমার (Hindi Movies) পর্দায় যেমন আমরা বহু জনপ্রিয় বাঙালি অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় করতে দেখেছি তেমনি বর্তমান সময় হিন্দি ধারাবাহিকেও (Hindi Serial) অভিনয় করছেন বহু বাঙলি অভিনেতা ও অভিনেত্রী। তাদের মধ্যে কয়েকজনের নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।
ক্রুশল আহুজা (Krushal Ahuja): বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় নাম হল ক্রুশল আহুজা। বেশ কিছু বাংলা ধারাবাহিকে অভিনয় করে নিজের একটা মজবুত জায়গা তৈরি করেছেন তিনি। পাশাপাশি হিন্দি সিরিয়াল রিশতো কা মাঞ্জা’তে (Rishton Ka Manjha) অভিনয় করেছেন তিনি।
সিমরণ উপাধ্যায় (Simran Upadhyay): বাংলা ধারাবাহিক কে আপন কে পর-এ (Ke Apon Ke Por) দেখা গিয়েছিল তাকে। তবে এখন হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
পূজা বন্দোপাধ্যায় (Pooja Bandyopadhyay): এম টিভি রোডিস-এর প্রতিযোগি হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়কে। তারপর কাসৌটি জিন্দেগী কে (Kasautii Zindagii Kay) ধারাবাহিক অভিনয় করে দর্শকদের মনজয় করেছিলেন এই অভিনেত্রী।
দেবত্তমা সাহা (Debattama Saha): বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবত্তমা সাহা। তবে এখন মুম্বাইতেও নাম করেছেন তিনি। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ইসারো ইসারো মে (Ishaaron Ishaaron Mein), সৌরিয়া অর আনোখি কি কাহানি’র (Shaurya Aur Anokhi Ki Kahani) মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh): মিঠাই (Mithai) ধারাবাহিকে আমরা সকলেই দেখেছি অভিনেতা উদয় প্রতাভ সিংকে। তবে বাংলার পাশাপাশি তিনি হিন্দি সিরিয়াল রিশতো কা মাঞ্জা’তে অভিনয় করেছেন।
মিশমি দাস (Mishmee Das): টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন মিশমি দাস। তিনি জনপ্রিয় বেশি কিছু বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে এখন হিন্দি ধারাবাহিকের দুনিয়াতে পা জমিয়েছেন তিনি। রিশতো কা মাঞ্জা ও ডায়েন-এর (Daayan) মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh): হিন্দি টেলিভিশনের দুনিয়ায় বহুদিন ধরেই কাজ করছেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। তবে বিখ্যাত নাগিন (Naagin) ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপরেই বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন – নিজের স্তনের আকার নিয়ে চরম লজ্জায় পড়লেন অভিনেত্রী সায়ন্তনী
মৌনি রায় (Mouni Roy): হিন্দি সিরিয়ালে কাজ করার পর হিন্দি সিনেমাতেও দেখা যাচ্ছে অভিনেত্রী মৌনি রায়কে। নাগিন ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয়তার অর্জন করেছিলেন তিনি। সেই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
আরও পড়ুন – টিআরপিতে কুপোকাত রচনা, মৌনিকে এনে বাজি উল্টে দিল দেব, রিয়েলিটি শোয়ের সেরা কে
মৌলি গঙ্গোপাধ্যায় (Mouli Gangopadhyay): হিন্দি টেলিভিশনের দুনিয়ার পরিচিত মুখ হলেন মৌলি গঙ্গোপাধ্যায়। বহুদিন আগেই তিনি টেলিভিশনের দুনিয়ায় খ্যাতি অর্জন করেছিলেন। তার বিখ্যাত ধারাবাহিকগুলোর মধ্যে কাহিনী কিসি রোজ (Kaahin Kissii Roz) হল অন্যতম।