রিলায়েন্স (Reliance) ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তার সংস্থায় কাজ করেন হাজার হাজার মানুষ। এই ইন্ডাস্ট্রির মাথায় রয়েছেন মুকেশ আম্বানি এবং তার সন্তানরা। মুকেশ ও নীতার তিন সন্তান ইশা, অনন্ত এবং আকাশ এখন বাবার ব্যবসায় নিজের নিজের দায়িত্ব পালন করছেন। তবে মুকেশ আম্বানির কোম্পানির উন্নতিতে আরও একজনের হাত রয়েছে। তার নাম মনোজ মোদি (Manoj Modi)।
মনোজ মুকেশের পরিবারের কেউ নন, কিন্তু তিনি পরিবারের থেকে কমও কিছু নন। একসময় তারা দুজন ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আর আজ মুকেশ আম্বানির সংস্থায় কাজ করেন মনোজ। কেমিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাস করার সময় থেকে মুকেশ এবং মনোজের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল। এই দুই বন্ধু মিলে ধিরুভাই আম্বানির প্রতিষ্ঠিত রিলায়েন্স সংস্থাটিকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন।
মনোজ এখন মুকেশ আম্বানির সিনিয়র কর্মচারী হিসেবে কাজ করেন। তার কাজে খুশি হয়ে সম্প্রতি আম্বানি মনোজকে ১৫০০ কোটি টাকা দামের একটি বিলাসবহুল রাজপ্রাসাদের মত বাড়ি উপহার দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই লাইমলাইট কেড়ে নেন মনোজ মোদি। তার সম্পর্কে জানতে আগ্রহী নেটিজেনরা।
মনোজ মোদির বয়স এখন ৫৫ বছর। তিনিও মুকেশের মত গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তিনি রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স জিওর পরিচালক হিসেবে কাজ করেন। তবে তিনি নিজেকে লাইম লাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। মুকেশ আম্বানির কাছে কিন্তু মনোজ মোদির বেশ গুরুত্ব রয়েছে। মনোজকে আম্বানির ডান হাত বলে মনে করা হয়।
মনোজ মোদির বুদ্ধির তারিফ করেন মুকেশ। ব্যবসার কাজে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি করতে মনোজের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন আম্বানি। তিনি আম্বানি পরিবারের তিন পুরুষের সঙ্গে কাজ করেছেন। প্রথমে ধীরুভাই আম্বানি, তারপর মুকেশ আম্বানি আর এখন ইশা, অনন্ত ও আকাশের সঙ্গেও কাজ করছেন মনোজ।
মনোজকে ভীষণ বিশ্বাস এবং ভরসা করে আম্বানি পরিবার। তার পরিশ্রম এবং রিলায়েন্সের প্রতি তার অবদান দেখে মুকেশ আম্বানি খুশি হয়ে তাকে ১৫০০ কোটি টাকা দামের বাড়িটি উপহার দিয়েছেন। এই বাড়িটি মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত। এটি একটি ২২ তলার বিল্ডিং। যার নাম বৃন্দাবন।