First Transgender Young Man Got Pregnant In India : প্রকৃতির নিয়মে মাতৃত্বের স্বাদ কেবল মহিলারাই নিতে পারেন। তবে বিজ্ঞান কার্যত প্রকৃতির নিয়মকেও পাল্টে ফেলতে সক্ষম। তাই মাতৃত্ব এখন আর শুধু নারীর একার অধিকার রইল না। বিজ্ঞানের আশীর্বাদে গর্ভধারণ করতে সক্ষম এখন পুরুষেরাও। এতদিন এসব কেবল সিনেমাতেই দেখা যেত। কিন্তু এবার ভারতীয় এক যুবক গর্ভবতী হলেন।
ভারতবর্ষে এমন ঘটনা এই প্রথম। গর্ভবতী হয়েছেন কেরালার (Kerala) এক রূপান্তরিত যুবক। সমাজের পরোয়া না করে কিছুদিন আগেই লিঙ্গ পরিবর্তন করিয়েছিলেন এক যুগল। তিন বছর আগে তারা সম্পর্কে জড়িয়ে ছিলেন। এবার কেরলের সেই রূপান্তরিত যুগলের জীবনে আসছে তাদের প্রথম সন্তান। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারা। নেট পাড়ায় ভাইরাল তাদের স্পেশাল ফটোশুটের ভিডিও।
কেরলের কোঝিকোড় শহরের বাসিন্দা জিয়া এবং জাহাদ। জিয়া জন্ম হয়েছিল পুরুষের শরীরে। কিন্তু তিনি নিজেকে মেয়ে বলে মনে করতেন। বড় হওয়ার পর তিনি তার লিঙ্গ পাল্টে ফেলেন। পুরুষ থেকে নারী হয়ে ওঠেন জিয়া। অন্যদিকে জাহাদ মেয়ে হিসেবে জন্ম নিলেও অন্তর থেকে বরাবর পুরুষ হয়ে উঠতে চেয়েছিলেন। জিয়ার মত তিনিও লিঙ্গ পরিবর্তন করেন।
ছোট থেকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে দুজনকে। তিন বছর আগে যখন তাদের দেখা হয়েছিল তখন তারা একে অপরের প্রতি টান অনুভব করেন। এরপর থেকে তারা একসঙ্গেই থাকতে শুরু করেন। জিয়া মা হওয়ার স্বপ্ন দেখতেন। জাহাদও বাবা হতে চেয়েছিলেন। এখন যেহেতু জন্মসূত্রে জাহাদ মেয়ে ছিলেন তাই তিনিই গর্ভধারণ করেছেন।
রূপান্তরিত যুগল হিসেবে এই দেশে প্রথমবার মা এবং বাবা হতে চলেছেন জিয়া ও জাহাদ। সেই সঙ্গে ভারতবর্ষে এই প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন যুবক। কাজেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাদের এই খবর। জাহাদ গর্ভাবস্থার ৮ মাস অতিক্রম করে ফেলেছেন। মাঝে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই সন্তানের মুখ দেখবেন তারা।
জিয়া এবং জাহাদ অনেক কঠিন পরিস্থিতিকে পেছনে ফেলে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। সন্তানের জন্মের আগেই তারা তার নামও ঠিক করে ফেলেছেন। এখন শুধু সুস্থ শরীরে তাদের সন্তান পৃথিবীর আলো দেখুক, শুধু এই আশা রাখছেন তারা। তাদের ও তাদের সন্তানের জন্য প্রার্থনা করছেন সোশ্যাল মিডিয়ার মানুষেরাও।
View this post on Instagram