বাংলা সিরিয়ালের বেশ পরিচিতি অভিনেতা সায়ক চক্রবর্তী। আবার ইদানিং সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানানোর দৌলতেও তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন নেট নাগরিকদের কাছে। বলতে গেলে সিরিয়ালের দর্শক এবং নেট নাগরিকদের মধ্যে সায়কের মুখটা বেশ পরিচিত। বর্তমানে তাকে দেখা যাচ্ছে চিরসখা সিরিয়ালে, ফিডেল নামের চরিত্রের মুখ হিসেবে। সম্প্রতি এই অভিনেতা তার জীবন নিয়ে এমন কিছু অজানা কথা শোনালেন যা শুনে শিউরে উঠছেন সকলে।
দীর্ঘ সময় পর লীনা গাঙ্গুলির চিরসখা সিরিয়ালের হাত ধরে স্টার জলসায় আবার নতুন করে অভিনয় শুরু করেছেন সায়ক। অভিনেতা নাকি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও নিজের জন্য কাজ জোটাতে পারছিলেন না টলিউডে। লীনা গাঙ্গুলীই তাকে সেই সুযোগটা দিলেন। আসলে ফেসবুক এবং ইউটিউবের জনপ্রিয় ভ্লগার হয়ে ওঠার কারণেই নাকি ইন্ডাস্ট্রি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর সেই কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা।
প্রায় একটি বছর সায়কের হাতে কোনও কাজ ছিল না। ওই সময় কাজের অভাবে একাকিত্বে ভুগতেন তিনি। আবার জীবনে মনের মানুষেরও অভাব ছিল তার। সবদিক থেকেই নিজেকে একা মনে করতেন সায়ক। এই একাকীত্ব থেকেই তার মনে ভর করে ডিপ্রেশন। আর সেই ডিপ্রেশন থেকেই তার মনে যত সব উদ্ভট খেয়াল আসতো। এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও তিনি ভেবেছেন বহুবার। কিন্তু তারপরে আবার নিজেকে সামলেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সায়ক বলেছেন,জগতের বাইরে থেকে অবসাদে ভুগছিলেন সায়ক? ইটিভি ভারতের সাক্ষাৎকারে সায়কে জানান, ‘‘হ্যাঁ ডিপ্রেশন তো আসেই । অনেক সময়েই ভাবি আমার জীবনে কেন একটা প্রেম নেই, ভেবেছি কেন কাজ নেই । এমনও ভেবেছি মরে যাব । আবার পরক্ষণেই ভেবেছি কেন মরব ? এত সুন্দর একটা জীবন পেয়েছি । আমার কাছে মা বাবা রয়েছে । একটা ফ্ল্যাট নিজের টাকায় কিনে লোনও শোধ করে দিয়েছি ৷ কেন মরব ? আমাকে লড়তে হবে । আজ কাজ হচ্ছে না মানে কাল হবে না তা নয় । ভাগ্য একদিন সঙ্গ দেবেই দেবে । আমি যদি নিজেকে সেদিন শেষ করে দিতাম এই সুযোগটা আসত?”
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন শত্রু সিনেমার মাস্টার তাপু? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে
আরও পড়ুন : বরকে সিঁদুর পরিয়ে বিয়ে! হিন্দু বিয়ের রীতিনীতি বদলে কটাক্ষে জেরবার শ্বেতা-রুবেল
লীনার থেকে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছেন সায়ক। তিনি নিজেই বহুবার লীনাকে মেসেজ করেছিলেন কাজ চেয়ে। কিন্তু উত্তর পাননি। একবার একটি ভ্লগের ভিডিও বানাতে গিয়ে তার সঙ্গে সরাসরি লীনার কথা হয়। লীনা তাকে আশ্বাস দিয়েছিলেন কাজ দেবেন। কথা রেখেছেন লীনা। তার নতুন সিরিয়ালে একেবারেই অন্যরকম একটি চরিত্র তিনি দিয়েছেন সায়ককে। আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সায়ক।