বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা কিংবা অভিনেত্রীর আগমন হয়েছে যারা একটি বা দুটি সিনেমা করেই প্রচুর খ্যাতি পেয়েছেন। কিন্তু সেই খ্যাতি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। একসময় জনপ্রিয়তার শিখরে উঠে গেলেও পরবর্তী দিনে তাদের আর খোঁজ রাখেনি কেউ। এমনই একজন অভিনেত্রী হলেন পূজা দাদওয়াল। যিনি এক সময় সালমান খানের নায়িকা ছিলেন। কিন্তু আজ তার যে অবস্থা হয়েছে জানলে শিউরে উঠবেন।
পূজা ১৯৯৫ সালে সালমান খানের সঙ্গে ‘বীরগতি’ ছবিতে অভিনয় করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তবে এই সিনেমাটি বিশেষ ভালো চলেনি। বরং সুপার ফ্লপ হয়েছিল বলা চলে। তাই পূজা এরপর সিনেমা ছেড়ে সিরিয়াল করতে শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ‘আশিকি’ নামের সিরিয়ালে অভিনয় করেছিলেন। ২০০১ সালে তিনি ‘ঘরানা’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন। কিন্তু তিনি অভিনয়ে সেভাবে সাফল্য পাননি।
পূজা এরপর অভিনয় ছেড়ে বিয়ে করে সংসারী হওয়ার চেষ্টা করেন। বিয়ে করে নেন এবং গোয়াতে তার স্বামীর ক্যাসিনোর ব্যবসা সামলাতে শুরু করেন। এরপর সেখানেই পূজার নতুন জীবন শুরু হয়। কিন্তু ২০১৮ সালে ফের একবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নেন তিনি। কারণ ওই সময় থেকে তার জীবনে এক গভীর অন্ধকার নেমে আসে।
২০১৮ সালে চরম অসুস্থ হয়ে পড়েন পূজা। তিনি মারাত্মক টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই সময় তার পরিবার তার পাশে ছিল না। এমনকি স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্যরা পূজার থেকে মুখ ফিরিয়ে নেন। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পূজার কাছে ওই সময় পরিবারের সমর্থন বলতে কিছু ছিল না। চরম অর্থ কষ্টে ভুগছিলেন তিনি। কিন্তু সালমান খানের থেকে তিনি কিছুটা সাহায্য পেয়েছিলেন।
পূজার শুভাকাঙ্ক্ষী রাজেন্দ্র সিংহের পরামর্শে তিনি সালমানের কাছে সাহায্য চেয়ে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন। সালমান তাকে নিরাশ করেননি। তিনি হাসপাতালে পূজার চিকিৎসার সব খরচ বহন করেন। ছয় মাস ধরে তার চিকিৎসা চলেছিল। সুস্থ হয়ে পূজা এরপর মুম্বাইতে চলে আসেন। তিনি আবার অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি।
আরও পড়ুন : একচুলও ‘রিয়্যাল’ নয়, সবই সাজানো নাটক! বিগ বসের শুটিং হয় কীভাবে? জানলে চমকে যাবেন
আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা! এখন ভিক্ষা করে দিন কাটছে এই অভিনেত্রীর
পূজা এরপর বাধ্য হয়ে জীবনধারণের জন্য হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি টিফিন তৈরি করা এবং পৌঁছে দেওয়ার ব্যবসা করেন। এভাবে তিনি দিন গুজরান করছেন। পূজা বর্তমানে মুম্বাইয়ের একটি বস্তিতে বসবাস করছেন। একসময়ের সালমানের নায়িকা আজ হোম ডেলিভারির ব্যবসা করে বস্তিতে থেকে কোনওরকমে দিন কাটাচ্ছেন। বলিউড সত্যিই সবার জন্য রূপকথা সাম্রাজ্য নয়।