Bigg Boss : টানা তিন মাসের সফরে শেষ করে গত রবিবার ‘বিগ বস’ ১৭ (Bigg Boss 17) জিতে নিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। এর আগেও কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো উইনার হয়েছেন তিনি। পরপর দুটি বিখ্যাত রিয়ালিটি শো জিতে চোখে জল মুনাওয়ারের। কিন্তু এর মাঝেই তৈরি হয়েছে বিতর্ক। আদৌ কি বিগ বস রিয়েল? কতটা স্বচ্ছতা বজায় রেখে দেখানো হয় এই অনুষ্ঠানটি? কী বললেন বিগ বস প্রতিযোগীরা? জানুন।
৯০ দিন চার দেওয়ালের মধ্যে থাকতে হয় প্রতিযোগীদের
চার দেওয়ালের মধ্যে টানা তিন মাস থাকতে হয় প্রতিযোগীদের। প্রতিযোগীদের মধ্যে প্রায় সকলেই হন সেলিব্রিটি। ফোন বা অন্য কোনও গ্যাজেট ব্যবহার করতে পারেন না প্রতিযোগীরা। এই সেলিব্রিটিদের মান-অভিমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন সবই দেখানো হয় অনুষ্ঠানে। কোনও কোনও সম্পর্ক অনুষ্ঠানের বাইরেও টিকে থাকে, কোনটি আবার হারিয়ে যায় অনুষ্ঠান চলাকালীনই। কিন্তু এই সম্পর্কগুলি তৈরি হওয়ার পেছনে কতটা স্বচ্ছতা থাকে? প্রতিযোগীরা যে কথাগুলি বলেন সেগুলি কি চিত্রনাট্য মেনে বলা হয়?
হিনা খান কী বলেছেন?
বিগ বস একাদশ সিজনের প্রতিযোগী ছিলেন টেলি অভিনেত্রী হিনা খান। এই প্রসঙ্গে হিনা বলেন,” বিগ বস চিত্রনাট্য দ্বারা সম্পূর্ণ প্রভাবিত না হলেও এই অনুষ্ঠানটিকে নিপুণভাবে কাটছাঁট করা হয়। অনুষ্ঠানের প্রত্যেকটি দৃশ্য এত ভালোভাবে কাটছাঁট করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়, যে আপনি ভাবতেই পারবেন না। আপনার চোখে কোনও জিনিস পড়ল, আপনি কাউকে সে প্রসঙ্গে কিছু বললেন বা কোনও প্রতিক্রিয়া দিলেন- সবই আলাদা। যদিও আমি কাউকে এর জন্য দোষারোপ করছি না।”
শ্বেতা তিওয়ারি কী বলেছেন?
চতুর্থ সিজনের বিজয়ী হয়েছিলেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শ্বেতা এই প্রসঙ্গে বলেন, “আমি কোনও দিন বিগ বস দেখি না। সত্যি কথা বলতে এই শো দর্শকদের কাছে বিনোদন জোগায়। শোয়ে কী হল, কী না হলো তা নিয়ে দর্শকরাও আলোচনা করতে পছন্দ করেন। কিন্তু আমি এর নেপথ্য কাহিনী জানি। আমি জানি কীভাবে দুজনের মধ্যে বহুক্ষণ আলাপচারিতা হলেও তার মধ্যে কয়েক সেকেন্ডের মুহূর্ত এমন ভাবে তুলে ধরা হয় সকলের সামনে যাতে ভুল বোঝা বুঝি তৈরি হয়।”
কী বলেছেন আশকা গোরাদিয়া?
২০১২ সালে বিগ বস ষষ্ঠ সিজনের প্রতিযোগী ছিলেন আশকা গোরাদিয়া। অভিনেত্রী বিগ বস প্রসঙ্গে বলেন, “চিত্রনাট্যের উপর ভিত্তি করে তৈরি করা না হলেও বেশিরভাগ দৃশ্যতে কাঁচি চালানো হয়। এই অনুষ্ঠানটিকে এমন ভাবেই কাটছাঁট করা হয় যাতে প্রতিযোগীদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যায় দর্শকদের কাছে। আমার লিঙ্গ পরিচয় ভুল ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠানে।”
তিনি আরো বলেন, ” এক প্রতিযোগীর এলার্জি হওয়ার কারণে আমি তার গায়ে মলম লাগিয়ে দিচ্ছিলাম। চাদর দিয়ে সেই প্রতিযোগী নিজেকে ঢেকে রেখেছিলেন। তার শরীরে চাকা চাকা দাগ বেরিয়েছিল সেগুলি যাতে টিভির পর্দায় ধরা না পড়ে তার জন্যই শরীরে চাদর ঢাকা দেওয়া ছিল। আমি চাদরের তলায় হাত দিয়ে মলম লাগাচ্ছিলাম। কিন্তু বিষয়টি অন্যভাবে তুলে ধরা হয়েছিল সকলের কাছে।”
রুবিনা দিলাইক কী বলেছেন?
বিগ বস চতুর্দশ সিজন বিজয়ী টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক বলেন, “হ্যাঁ চিত্রনাট্য মেনেই এই অনুষ্ঠানের শুটিং হয়। আপনি যদি চ্যানেল সংস্থার মুখ হন তাহলে চ্যানেল সংস্থার প্রিয় পাত্রও হয়ে পড়বেন। আপনার জন্য সবকিছুই তৈরি থাকবে। সবটাই হবে পূর্ব পরিকল্পিত। সমস্তটাই চিত্রনাট্যর উপর ভিত্তি করা।”
আরও পড়ুন : Big Boss 17 থেকে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সালমান খান? টাকার অংক শুনলে ভিরমি খাবেন
অপূর্ব অগ্নিহোত্রী কী বলেছেন?
এই অনুষ্ঠানের সপ্তম সিজনের প্রতিযোগী ছিলেন অপূর্ব অগ্নিহোত্রী। অনুষ্ঠান প্রসঙ্গে অপূর্ব বলেন, “কোন প্রতিযোগী কেমন প্রতিক্রিয়া দেবেন তা আগে থেকেই জানেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সকলের পদক্ষেপ আগে থেকেই অনুমান করে ফেলেন তারা। এমনকি শেষ মুহূর্তে বিজয়ীও বদলে ফেলতে পারেন তারা।”
আরও পড়ুন : বেআইনি কাজে জড়িত! Big Boss -এর ঘর থেকে গ্রেফতার করা হয় এই প্রতিযোগীদের
সালমান খান কী বলেছেন?
প্রতিযোগীরা সকলে অভিযোগ করলেও বিগ বস সঞ্চালক সালমান খান কিন্তু সমস্ত অভিযোগকে তুরি মেরে উড়িয়ে দিয়েছেন। এক পুরনো সাক্ষাৎকারে সঞ্চালক বলেছিলেন, “এই অনুষ্ঠানের চিত্রনাট্য রচনা করার সাধ্য এখনো পর্যন্ত সারা দুনিয়ায় কারোর হয়নি। তাই এই ধরনের প্রশ্ন না তুললেই ভালো।”