Rachna Banerjee : ৯০ দশকের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জী। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওলিউড এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা টলিউডে যেমন কাজ করেছেন রচনা, তেমনই তিনি কাজ করেছেন বলিউডেও। একটা সময় রচনা ব্যানার্জী তামিল, তেলেগু, ওড়িয়া, হিন্দি ও বাংলাতে চুটিয়ে কাজ করেছেন। তবে খ্যাতির শিখরে থাকতে থাকতেই তিনি হঠাৎ ছেড়ে দেন অভিনয়। কেন জানেন?
রচনা ব্যানার্জীর অভিনয় জীবন
রচনা ব্যানার্জীর অভিনয় জীবন শুরু হয়েছিল সুখেন দাসের ‘দান প্রতিদান’ সিনেমার হাত ধরে। ইন্ডাস্ট্রিতে তখন ঋতুপর্ণা, শতাব্দী, দেবশ্রীদের মত সিনিয়র তারকাদের রাজত্ব চলছে। সেই সময় রচনার উত্থান হয়। প্রসেনজিতের সঙ্গে তিনি ৩৫টি ছবিতে অভিনয় করেছেন। একসময় টলিউড ছেড়ে চলে যান ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেখানে সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে ৪০ টির বেশি ছবিতে কাজ করেছেন। তার কেরিয়ারের বেশিরভাগ ছবি ছিল সুপারহিট।
কেন অভিনয় ছেড়ে দিলেন রচনা ব্যানার্জী?
নিঃসন্দেহে রচনা ব্যানার্জী চাইলে এখনও কাজ করতে পারেন। তার বয়সী বা তার থেকে বেশি বয়সীরা সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন। মেইনস্ট্রিম ছবি ছাড়ার পর রচনাকে শেষবার শিবপ্রসাদ ও নন্দীতার ‘রামধনু’ সিনেমাতে দেখা গিয়েছিল। তারপর তিনি ছবিতে অভিনয় করা একপ্রকার বন্ধই করে দেন। শোনা যায় ইন্ডাস্ট্রিতে নাকি তিনি সেভাবে সুযোগ পাননি কখনও।
রচনা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ভালো পরিচালকের সঙ্গে ভালো ছবিতে কাজের সুযোগ খুঁজেছেন। কিন্তু তার কাছে সেই ডাক এসে পৌঁছায়নি। সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় আক্ষেপ ঝরে পড়ে তার গলায়। শেষ পর্যন্ত সিনেমাতে কাজের আশা ছেড়ে দিয়ে রচনা ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালনা করতে থাকেন।
তবে এমন নয় যে ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালনা করার মাঝে রচনার কাছে সিনেমার প্রস্তাব আসেনি। কিন্তু ওই সময়টাতে নিজের ছেলে ও পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রচনা। তিনি নিজের মুখেই বলেছেন ছেলে, পরিবার ও দিদি নাম্বার ওয়ান সামলে তিনি সিনেমার কাজ করার সময় পাচ্ছিলেন না। আর বর্তমানে তো তিনি আরও ব্যস্ত ব্যবসা এবং রাজনীতির কাজে।
আর কি কখনও অভিনয়ে ফিরবেন রচনা ব্যানার্জী?
দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার পাশাপাশি শাড়ির ব্যবসা শুরু করেন রচনা। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি আর অভিনয় করবই না। সময় নেই এখন। আমি তো এখন বিজনেস ওম্যান হয়ে গিয়েছি। শাড়ি আর বিউটি প্রোডাক্ট নিয়ে এখন বেজায় ব্যস্ত। এই দুটো আর দিদি নাম্বার ওয়ান আমার জীবনের অনেকটা সময় নিচ্ছে। তাই অভিনয় আর নয়। দিদি নাম্বার ওয়ান আমাকে যা ভালবাসা দিয়েছে তাতে আমি সমৃদ্ধ।”
আরও পড়ুন : রচনা ব্যানার্জীর ‘প্রাক্তন স্বামী’ কারা? কেন ভেঙেছিল রচনার ২ বিয়ে?
আরও পড়ুন : সন্দেশখালির মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য, রচনা ব্যানার্জীকে ধুয়ে দিল নেটপাড়া
এবার রাজনীতির ময়দানে নেমেছেন রচনা। আগামী দিনে লড়বেন লোকসভা নির্বাচনে। জিততে পারলে রাজ্য শাসক দলের হয়ে এমপি পদ পাবেন রচনা। তখন তার দায়িত্ব আর ব্যস্ততা আরও বাড়বে। তখন কি দিদি নাম্বার ওয়ানও ছেড়ে দিয়ে ক্যামেরার সামনে আসাই বন্ধ করে দেবেন রচনা ব্যানার্জী? রাজনীতিবিদ হিসেবে গড়বেন নিজের নতুন পরিচয়? উত্তর দেবে সময়।