সন্দেশখালির মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য, রচনা ব্যানার্জীকে ধুয়ে দিল নেটপাড়া

‘সুবিধাবাদী নাম্বার ১!’ সন্দেশখালি নিয়ে রচনার মন্তব্যে ফুঁসছে নেটপাড়া

Rachna Banerjee : বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এবার লড়বেন লোকসভা নির্বাচনে। রাজ্য শাসক দলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। আর ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই শাসক দলের হয়ে সাফাই দিতে শুরু করেছেন রচনা। বিতর্কিত সন্দেশখালি ইস্যু নিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা কার্যত আশা করেনি আমজনতা। রচনার কথা ভাইরাল হতেই ফুঁসে উঠলেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যও।

সন্দেশখালি নিয়ে কি বললেন রচনা ব্যানার্জী?

যে রচনা ব্যানার্জী সব সময় নারীদের হয়ে কথা বলে এসেছেন তার রিয়ালিটি শোতে, বারবার অত্যাচারিতা, নিপীড়িতা নারীদের কথা উঠে এসেছে তার মঞ্চে, সেই তিনি নাকি সংবাদমাধ্যমের কাছে সন্দেশখালি প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বলেছেন, “দাঁড়ান আগে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলি। কী করে বুঝছেন যারা নিজেদের নির্যাতিত বলছে, তারা সত্যিই নির্যাতিত। সবাই তো এমন কথা বলছেন না।”

Rachna Banerjee

দিদি নম্বর ১ থেকে সুবিধাবাদী নম্বর ১

রচনার এই কথা ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই তার বিরুদ্ধে মতামত দিচ্ছেন। এই প্রসঙ্গে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য রচনাকে ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করলেন। তিনি বলেছেন, ‘‘আপনি দিদি নম্বর ১ থেকে সোজা সুবিধাবাদী নম্বর ১ হয়ে গেলেন। দিদি নম্বর ১-এ আপনার যেই রূপ দেখা গিয়েছে, আপনি এমপি সিট পাওয়ার পর কি সেই রূপ দেখা গেল? আপনি তো পালটি খেলেন। একদল মহিলার উদ্দেশে বলতে পারলেন তাদের অত্যাচারের কি প্রামণ? এদিকে এতদিন বিশ্বাস করতেন, মহিলা মানেই সে অত্যাচারিত!’’

রচনা ব্যানার্জীকে কি বললেন নন্দিনী ভট্টাচার্য?

নন্দিনী আরও বলেছেন, ‘‘এতকাল উনি এমন একটা শো সফলতার সঙ্গে পরিচালনা করেছেন, যা নারীর ক্ষমতায়নের কথা বলে। গোটা বিশ্বের বাঙালি দেখে। সেই শো-তে কি উনি কোনওদিন কারও মুখে তাঁদের জীবনে অত্যাচারিত হওয়ার ঘটনা কতটা সত্য তা যাচাই করে দেখেছেন। উনি বা ওঁর টিম কোনওদিন সেই কষ্টটা করেছে? সঞ্চালিকা হিসেবে কোনওদিন প্রমাণ তো চাননি। তাহলে আজকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে কীভাবে চাইছেন প্রমাণ।’’

Rachna Banerjee

দিদি নাম্বার ওয়ানে মহিলাদের নামে মিথ্যে কথা

এর আগেও বহুবার দিদি নাম্বার ওয়ানে মহিলাদের নামে মিথ্যে কথা বলার অভিযোগ তোলা হয়েছে। অনেকেই নাকি বর এবং শ্বশুরবাড়ির নামে মিথ্যে কথা বলেছেন এই মঞ্চে দাঁড়িয়ে। এতে তাদের সম্মানহানি হয়েছে। দিদি নাম্বার ওয়ান তখন কোনও প্রমাণ চায় না। সেই কথা তুলে ধরেই নন্দিনী বলেছেন তার কাছে এমন অনেক পুরুষ অভিযোগ তুলেছেন দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে। এরকম দুটো ভিডিও ভাইরালও হয়েছিল যেখানে পুরুষেরা জানাচ্ছেন উল্টে তারাই অত্যাচারের শিকার হয়েছেন।

আরও পড়ুন : রচনা ব্যানার্জীর আসল নাম কী? কেন নিজের নাম গোপন রাখেন তিনি?

Rachna Banerjee

আরও পড়ুন : ডিভোর্স হয়নি, তবুও কেন স্বামীর সঙ্গে থাকেন না রচনা ব্যানার্জী?

সরাসরি রচনাকে আক্রমণ করে নন্দিনী বলেন, ‘‘এটা প্রমাণ করল মানুষ হিসেবে তিনি আসলে কেমন। উনি মোটেই মহিলাদের দুঃখে কাতর নন। এতদিন পয়সা পেয়েছেন বলে সেটে দাঁড়িয়ে ওসব বলেছেন। আর আজ সিট পেয়েছেন বলে তৃণমূলের হয়ে কথা বলছেন। দলের প্রতি দায়। এমপি সিটের দায়। এরা যথার্থই সুবিধাবাদী।’’