Arijit Singh Piano Price : পৃথিবীর সবথেকে বড় পিয়ানো বাজান অরিজিৎ সিং! দাম কত?

Arijit Singh Piano : অরিজিত সিংয়ের (Arijit Singh) লাইভ কনসার্ট নিয়ে সাধারণের মনে উন্মাদনা থাকে তুঙ্গে। দেশের যে প্রান্তেই অনুষ্ঠান হোক না কেন, উপচে পড়ে শ্রোতাদের ভিড়। সব কনসার্টেই নিজের সঙ্গে একটা গিটার রাখেন অরিজিত। এছাড়া অন্যান্য বাদ্যযন্ত্রও থাকে। এবার অরিজিতের লাইভ কনসার্টের একটা পিয়ানো নজর কাড়লো সোশ্যাল মিডিয়াতে। যেটা নাকি পৃথিবীর সব থেকে বড় পিয়ানো! এর দাম কত জানেন?

সম্প্রতি ২০২৩ সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসামের গুয়াহাটিতে অরিজিৎ সিংয়ের একটি লাইভ পারফরমেন্স ছিল। সেখানে অরিজিতের সঙ্গে পারফর্ম করতে আসা একজন বাদ্যযন্ত্র শিল্পী দাবি করেন অনুষ্ঠানে যে পিয়ানোটি বাজানো হবে সেটা নাকি পৃথিবীর সব থেকে বড় পিয়ানো।

ARIJIT SINGH

ভিডিওতে ওই ব্যক্তি বলছেন, ‘‘এটা পৃথিবীর সবচেয়ে বড় পিয়ানো। অরিজিৎ দাদা এটা ব্যবহার করছে অনেক দিন ধরেই। আপনি যদি এই পিয়ানোটি কিনতে যান, তাহলে দাম পড়বে ৩ কোটির আশেপাশে। কনসার্টে ব্যবহার হওয়া সবচেয়ে বড় পিয়ানো এটা। ভারতে এরকম একটাই আছে। এটা ন ফুট লম্বা। মূলত বড় শো-তেই এটা ব্যবহার করা হয়। আন্তর্জাতিক কোনও সংগীত শিল্পী এলেও এটি ব্যবহার করেন। অরিজিৎ দাদা এটা অনেকদিন ধরে ব্যবহার করছেন। কারণ হি ইজ দ্য বেস্ট।’’

ওই ব্যক্তি স্পষ্ট করে জানিয়েছেন এই পিয়ানোটির মালিক অরিজিত নন। তবে তার বিভিন্ন লাইভ কনসার্টে এর ব্যবহার হয়ে থাকে। যার দাম আকাশ ছোঁয়া। এমন একটি বাদ্যযন্ত্র বাজানোর অধিকার তো কেবল অরিজিৎ সিংয়ের মত শিল্পীরই হতে পারে। এই ভিডিও দেখে আরও একবার গর্বে ভরে উঠল অরিজিত ভক্তদের বুক।

ARIJIT SINGH

অরিজিৎ সিংয়ের ব্যবহৃত ‌বাদ্যযন্ত্র নিয়ে এর আগেও বহু বার চর্চা হয়েছে। বিশেষ করে তিনি যে গিটার ব্যবহার করে থাকেন তার উপরে লেখা বিভিন্ন নাম নিয়ে সাধারণের মনে কৌতুহল দেখা দেয়। সবই প্রধানত মেয়েদের নাম। অরিজিতের গিটারের উপর কখনও লেখা থাকে ঝিলিক, কখনও ঝোরা, কখনও মিঠি। এরা আসলে কারা? যার উত্তর দিয়েছিলেন গায়কের এক ঘনিষ্ঠ।

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টের টিকিটের দাম কত? জানলে আপনি আঁতকে উঠবেন

ARIJIT SINGH

আরও পড়ুন : গায়ের টপ খুলে অটোগ্রাফের আবদার! মহিলা ভক্তের কীর্তিতে লজ্জায় লাল অরিজিৎ সিং

অরিজিত আসলে এতটাই সুরে মগ্ন থাকেন যে তিনি তার ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোকেও একেকটি নাম দিয়ে ফেলেন। যখন তিনি গিটার কেনেন তখন ভালবেসে সেই গিটারগুলোর একেকটি নাম রাখেন। সেগুলো তো আসলে তার সংগীত সাধনারই সঙ্গী। এতেই প্রকাশ পায় গিটারগুলোর সঙ্গে অরিজিতের কতটা আবেগ জড়িয়ে থাকে।