Hair Transplant: টাকা দিয়ে টাক ঢেকেছেন এই ৭ বলিউড তারকারা

মাথায় নেই চুল, বাস্তবে এই ৭ বলিউড তারকার মাথায় আছে টাক

Celebrities Hair Transplant: ৫০-৬০ বছর বয়সেও যেন বছর কুড়ির তরুণের মত দেখতে লাগে বলিউড (Bollywood) অভিনেতাদের। শাহরুখ খান (Shah Rukh Khan), সালমান খান (Salman Khan) থেকে শুরু করে ৯০ এর দশকের বেশিরভাগ অভিনেতা যেভাবে নিজেদের চেহারা ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। তবে জানেন কি আপনার পছন্দের তারকাদের বেশিরভাগেরই মাথা ভর্তি টাক পড়েছে? হেয়ার ট্রান্সপ্লান্ট (Hair Transplant) করে তারা টাক ঢেকে রেখেছেন। দেখুন এই তালিকাতে রয়েছেন কোন কোন সুপারস্টারেরা।

অক্ষয় খান্না (Akshaye Khanna) ‌: বয়স ৩০ এর কোঠা পেরোতে না পেরোতেই বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার মাথার চুল ঝরে পড়তে থাকে। প্রথম প্রথম পরচুল ব্যবহার করে টাক ঢাকার চেষ্টা করতেন তিনি। এরপর হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেন অভিনেতা। অকালে টাক পড়ার জন্য অভিনেতার কেরিয়ারটাই বরবাদ হয়ে যায়।

Sanjay Dutt

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : নায়ক তথা খলনায়ক, উভয় ক্ষেত্রেই বলিউড কাঁপিয়েছেন সঞ্জয় দত্ত। কিন্তু অকালে মাথার চুল পড়ে টাক পড়তে থাকে তারও। তড়িঘড়ি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেন সঞ্জু বাবা। এখন তাকে দেখলে সেটা বোঝার উপায় আছে কি?

 

সালমান খান (Salman Khan) : নামটা দেখে অবাক লাগলেও এটাই সত্যি। ২০০০ সালের শুরুতেই সালমান খানের টাক পড়তে শুরু করে। কেরিয়ারে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন সালমান। FUE হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করানোর জন্য সালমানের পানভেলের ফার্ম হাউসে নিয়মিত আসতেন বিদেশী হেয়ার স্পেশালিস্টরা।

Akshay Kumar

অক্ষয় কুমার (Akshay Kumar) : ৪০ এর কোঠায় পৌছলে অক্ষয় কুমারেরও চুল ঝরতে শুরু করে। প্রথমের ডায়েট করে এবং অন্যান্যভাবে তিনি এই সমস্যার মোকাবেলা করতে চেয়েছিলেন। কিন্তু এতে কাজ না হওয়াতে শেষমেষ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করিয়ে নেন তিনিও।

আরও পড়ুন : মায়ের থেকেও সুন্দরী মেয়ে! এই ৫ বলিউড নায়িকার মেয়েদের দেখলে চোখ সরবে না

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : ৯০ এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনেরও টাক দেখা দেয়। অভিনেতা তখন ফলিকুলার ইউনিট এক্সট্রাকশনের (FUE) মাধ্যমে পুনরায় চুল ফিরে পান।

GOVINDA

আরও পড়ুন : ১ মিনিট মুখ দেখিয়ে ৪ কোটি! বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা কে?

গোবিন্দা (Govinda) : এই সমস্যার হাত থেকে বাঁচতে পারেননি গোবিন্দাও। তিনি ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন করে নিয়েছিলেন তাড়াতাড়ি। তাই ৬০ পেরোলেও এখনও তার মাথায় ঘন চুল দেখা দেয়।