বিনোদন জগতে চুটিয়ে কাজ করার পর আচমকাই প্রচার থেকে দূরে সরে গেছেন, এমন বহু অভিনেত্রীকে দেখা গেছে। আবার এমনও অভিনেত্রী দেখা গেছে, যারা হঠাৎ আধ্যাত্মিকতার টানে স্বামী, সংসার ছেড়ে দিয়েছেন। তেমনই একজন অভিনেত্রী হলেন নূপুর অলংকার (Nupur Alankar)। ২৭ বছর অভিনয় করার পর আচমকাই তিনি সব ছেড়ে দিয়ে সংসার ধর্ম গ্রহণ করলেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?
ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী ছিলেন নূপুর অলংকার
এক সময় লাস্যময়ী অভিনেত্রী ছিলেন তিনি। ছোট পর্দার অত্যন্ত চেনা মুখ ছিলেন নূপুর। মোট ১৫৭ টি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘শক্তিমান’, ‘ঘর কী লক্ষ্মী বেটিয়া’, ‘দিয়া আউর বাতি হাম’ সহ বহু সিরিয়ালে। অভিনয় করেছেন ‘রাজাজি’, ‘সাওয়ারিয়া’, ‘সোনালী কেবল’- এর মতো সিনেমায়। আজ সব ছেড়ে তিনি কাটাচ্ছেন সন্ন্যাসিনীর জীবন।
নূপুরের ছোটবেলা কেটেছে জয়পুরে
১৯৭২ সালে ২৫ শে নভেম্বর রাজস্থানের জয়পুরে জন্ম নেন এই অভিনেত্রী। জয়পুরেই ছোটবেলা কেটেছে তার। পরে মুম্বাইতে চলে আসেন অভিনেত্রী। স্কুল-কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয় এবং নাচেও করতেন অংশগ্রহণ। গ্রাজুয়েশনের পর শুরু করেন মডেলিং। ধীরে ধীরে বিজ্ঞাপনের মুখ হিসেবে পরিচিতি বাড়ে তার।
হঠাৎ সংসার ছাড়ার সিদ্ধান্ত নিলেন নূপুর
বিজ্ঞাপনের হাত ধরেই শুরু হয় অভিনয়ের ক্যারিয়ার। জনপ্রিয় কিছু অনুষ্ঠানের সুবাদে বেশ কিছুদিনের মধ্যেই সেলিব্রিটি হয়ে যান তিনি। নূপুরের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। কিন্তু এত সাফল্য অর্জন করার পরেও আচমকাই তিনি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, সংসার ছাড়ারও সিদ্ধান্ত নেন তিনি।
২০২২ সালে সংসার ছাড়েন তিনি
২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি আচমকাই জানান যে তিনি সব কিছু ছেড়ে দেবেন। গুরু শম্ভু ঝা – এর শরণে আশ্রয় নিয়ে তিনি জাগতিক মোহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই গুরুই তাকে আধ্যাত্মিকতা বুঝতে সাহায্য করেছেন বলেই জানিয়েছিলেন নূপুর। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি রয়েছে সংসারের অশান্তি?
কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?
২০০২ সালে নূপুর বিয়ে করেন অলংকার শ্রীবাস্তবকে। বিবাহিত জীবনে ভীষণ সুখী ছিলেন তিনি। আধ্যাত্মিকতার জীবন বেছে নেওয়ার আগে তিনি অনুমতি নিয়েছিলেন তার স্বামী এবং শাশুড়ি মায়ের। স্বামী অনুমতি দেওয়ার পরেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। স্বামীর সঙ্গে আলাদা থাকলেও আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়নি এখনও।
আরও পড়ুন : এই ক্রিকেটারের প্রেমে পাগল ছিলেন মাধুরী! সম্পর্ক ভেঙে যায় শুধু একটি কারণে
আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা! এখন ভিক্ষা করে দিন কাটছে এই অভিনেত্রীর
২০২২ সালে সংসার ছেড়ে দিয়ে নূপুর চলে যান হিমালয়ে। সেখানেই সাধনায় রত রয়েছেন তিনি। এই তীর্থযাত্রার খরচ যোগানোর জন্য নিজের মুম্বাইয়ের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর এই নিষ্ঠা থেকে রীতিমতো কুর্নিশ না করে উপায় নেই। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সঠিক কী কারণ রয়েছে তা জানা যায়নি এখনো।