২০০৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত ‘ভূতনাথ’ (Bhoothnath)। এই সিনেমায় অমিতাভের থেকেও বেশি নজর কেড়েছিল ছোট্ট ছেলেটি। বঙ্কু চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিলেন এই সিনেমায়, সেই আমান সিদ্দিকীর (Aman Siddiqui) বর্তমান ছবি দেখলে চমকে যাবেন আপনি। সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেতার ছবি দেখলে সেই ছোট্ট ছেলেটির সঙ্গে কোনও মিল খুঁজে পাবেন না আপনি। দেখুন সেই ছবি।
ভূত নিয়ে বলিউডে বহু সিনেমা তৈরি হয়েছে কিন্তু ‘ভূতনাথ’ সিনেমায় যেভাবে একটি ছোট্ট ছেলের সঙ্গে ভূতের সম্পর্ক স্থাপন করা হয়েছিল তা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। এই সিনেমায় অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং জুহি চাওলার মত বড় বড় তারকারা। সকলের সঙ্গে রীতিমতো তালে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন আমান।
প্রচুর সিনেমায় অভিনয় না করলেও তিনি যে সমস্ত সিনেমায় অভিনয় করেছেন তার অভিজ্ঞতা বেশ ভালো। বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘ভূতনাথ’ সিনেমায় অভিনয় করার সময় বিগ বি শিখিয়েছিলেন কীভাবে অভিনয় করতে হয়। শাহেনশাই শিখিয়েছিলেন পরিচালক যতক্ষণ না কাট বলেন ততক্ষণ নিজের জায়গা ছেড়ে না নড়তে।
এক সময় বিজ্ঞাপনের ভীষণ পরিচিত মুখ এখন অভিনয় থেকে রয়েছেন শত হস্ত দূরে। তবে সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একগুচ্ছ ছবি তিনি উপহার দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে যা দেখে হতবম্ব হয়ে গেছেন ভক্তরা। ছবিগুলিতে দেখা যাচ্ছে এক গুচ্ছ ক্যানডিড ছবি পোস্ট করেছেন তিনি। কোনও কথায় প্রবল হাসছেন অভিনেতা। ক্যাপশনে কিছু লেখেন নি, শুধু দিয়েছেন একটি ক্যামেরার ইমোজি।
ছবিগুলি দেখে অনুরাগীদের মধ্যে একজন লিখেছেন, “বঙ্কু তুই তো বড় হয়ে গেলি।” আবার কেউ লিখেছেন, “ও কেন বড় হয়ে গেল, ছোটবেলায় কত মিষ্টি ছিল ও।” একজন লিখেছেন, “এমন ব্রহ্মাণ্ডে বেঁচে থাকতে পারবো না যেখানে তুমি ওই ফোলা গাল গুলো হারিয়ে ফেলেছ।” আবার কেউ কেউ অভিনেতাকে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলেও অভিহিত করেছেন।
আরও পড়ুন : শিশুশিল্পী হিসেবে শুরু, আজ বলিউডে সুপারস্টার এই ৯ জনপ্রিয় তারকা
আরও পড়ুন : ছোটবেলায় হিট হলেও এখন গায়েব! এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীকে
বর্তমানে আমান মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন। ছোটবেলায় তিনি ছবির পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি গান-বাজনার প্রতি তার বেশ আগ্রহ রয়েছে। গায়ক, অভিনেতা, সুরকার এবং মিউজিক কম্পোজার হিসেবে তিনি নিজের পরিচয় দেন ইনস্টাগ্রামের বায়োতে। ‘ভূতনাথে’র পর তাকে আর কোনও সিনেমা বা টিভিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে ভবিষ্যতে তিনি বলিউডে পা রাখুন, এমনটাই চাইছেন তার ভক্তরা।