বিশ্বমঞ্চে ভারতীয়দের জয়জয়কার! গ্রামি জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন এই তারকারা

সম্পতি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হলো ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের (66th Grammy Awards 2024) অনুষ্ঠান। সারা বিশ্বের সংগীত শিল্পীদের কাছে এই পুরস্কার ভীষণ গর্বের। এবার গ্র্যামি পুরস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) এবং জাকির হুসেন (Zakir Hussain)। কোন অ্যালবামের জন্য এই পুরস্কার পেলেন তারা?

সোমবার গ্র্যামি পুরস্কারে পুরস্কৃত হয়ে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন দুই সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেন। এই দুই প্রবাদপ্রতিম সংগীত শিল্পীর ফিউশন ব্যান্ড ‘শক্তি’ সম্প্রতি এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে। তাদের লেটেস্ট অ্যালবাম ‘দিস মোমেন্ট’ (This Moment) সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে জয়ী হয়েছে।

66th Grammy Awards 2024

সোমবার গ্র্যামির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শঙ্কর মহাদেবন এবং ‘শক্তি’র আরেক সদস্য গণেশ রাজ গোপালন মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছেন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “শুভেচ্ছা! সেরা গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড বিজেতা -দিস মোমেন্ট শক্তি।”

পুরস্কার গ্রহণ করতে গিয়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন শঙ্কর মহাদেবন। মঞ্চে দাঁড়িয়ে গায়ক বলেন, “ধন্যবাদ ছেলেরা। ঈশ্বর, পরিবার, বন্ধু বান্ধব এবং ভারতবর্ষকে ধন্যবাদ জানাই। ভারত, তোমার জন্য আমরা গর্বিত।” সংগীতশিল্পী আরো বলেন, “এই পুরস্কার আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই, আমার সংগীতের প্রত্যেকটি নোট তাকে উৎসর্গ করা হয়েছে।”

66th Grammy Awards 2024

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ শে জুন ‘শক্তি’র ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এই অ্যালবামে কন্ঠ শিল্পী ছিলেন শঙ্কর মহাদেবন, বেহালা বাদক ছিলেন গণেশ রাজগোপালন, পারকিউশনিস্ট ছিলেন সি সেলভাগণেশ, তবলা বাদক ছিলেন জাকির হুসেন, গিটার সিন্থ ছিলেন জন ম্যাকলাফলিন। এই অ্যালবামে রয়েছে মোট ৮ টি গান।

আরও পড়ুন : শাহরুখ, সালমান সবাই ফেল! এই বছরের সেরা অভিনেতা কে?

আরও পড়ুন : এই ক্রিকেটারের প্রেমে পাগল ছিলেন মাধুরী! সম্পর্ক ভেঙে যায় শুধু একটি কারণে

‘দিস মোমেন্ট’র পাশাপাশি ‘পশতু’র জন্যও গ্র্যামি জিতেছেন জাকির। তিনি জয়ী হয়েছেন ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। জাকির ছাড়াও ‘পশতু’র জন্য এডগার মেয়ার এবং বেলা ফ্লেক পুরস্কৃত হয়েছেন। জনপ্রিয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও এই বছর গ্র্যামি জিতেছেন। একই রাতে জাকির হুসেন ৩টি গ্র্যামি এবং রাকেশ চৌরাসিয়া ২টি গ্র্যামি পুরস্কার জিতেছেন।