অকালেই ঝরে গেল জীবন! ২০২৩ -এ প্রয়াত হলেন এই ৭ সেলিব্রেটি

প্রতি বছরই আমরা যেমন কিছু মানুষকে নতুন করে আমাদের জীবনে পাই তেমন কিছু মানুষ হারিয়ে যায় আমাদের জীবন থেকে। চেনা পরিচিত মানুষের পাশাপাশি প্রতিবছর আমাদের হারাতে হয় এমন কিছু সেলিব্রিটিদের যাদের কাজ আমরা বহুবার দেখেছি টিভির পর্দায়। আজ ২০২৩ সালের শেষ লগ্নে আরো একবার ফিরে দেখব কোন কোন তারকাদের হারালাম আমরা।

Vaibhavi Upadhyay : ‘সারা ভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের দ্বিতীয় পর্বে বৈভবীকে আমরা দেখেছিলাম অসাধারণ অভিনয় করতে। উল্টোপাল্টা ইংরেজি বলে সবাইকে হাসাতেন তিনি। ‘সারা ভাই ভার্সেস সারাভাই’ ছাড়াও তিনি কাজ করেছেন ‘সিআইডি’ এবং ‘আদালতে’র মত দুর্দান্ত কিছু ধারাবাহিকে। গত ২২ মে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। অভিনেত্রীর গাড়িটি যখন দুর্ঘটনা কবলিত হয় তখন সেই গাড়িতে ছিলেন বৈভবের হবু স্বামীও।

Nitesh Pandey

Nitesh Pandey : দীর্ঘ বহু বছর বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন নিতেশ পান্ডে। সিরিয়ালের পাশাপাশি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘অনুপমা’ খ্যাত এই অভিনেতা মাত্র ৫১ বছর বয়সে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। গত ২৩ মে আচমকা নীতেশের মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল গোটা টিভি ইন্ডাস্ট্রিকে।

Aditya Singh Rajput : এম টিভি স্পিল্টসভিলা নামক একটি অনুষ্ঠান থেকে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন আদিত্য সিং রাজপুত। মাত্র ৩২ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয় অতিরিক্ত মাদক সেবনের কারণে। নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। অভিনেতার খবর শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তার পরিবার বন্ধু বান্ধব এবং ভক্তরা।

Satish Kaushik

Satish Kaushik : ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত সতীশ কৌশিক বিগত কয়েক দশক ধরে আমাদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন সিনেমার পর্দায়। গত ৯ মার্চ ৬৬ বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অভিনেতার এই মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনুপম খের থেকে শুরু করে অনিল কাপুর সকলেই।

Dinesh Phadnis

Dinesh Phadnis : সনি টিভি সিআইডি দীনেশ ফাডনিস এমন একজন অভিনেতা যিনি সবসময় সিআইডির টানটান উত্তেজনার মুহূর্তকেও সহজ করে দিয়েছেন বারবার। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীনেশের আকস্মিক মৃত্যুতে ভীষণভাবে শোকাহত হয়েছিলেন সিআইডি পুরো টিম।

Junior Mehmood

Junior Mehmood : বলিউডের জুনিয়র মেহমুদ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ২০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করার সুবাদে তিনি সকলের ভীষণ প্রিয় মানুষ ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুনিয়র মেহমুদের শেষ যাত্রায় তাকে সঙ্গ দিয়েছিলেন বলিউডের বহু সেলেব্রিটি।

আরও পড়ুন : মালাইকার থেকেও সুন্দরী আরবাজ খানের নতুন বউ! দেখুন বিয়ের ছবি গ্যালারি

Akanksha Dubey

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন জন্মভূমির ‘পিসিমা’, কেন আর দেখা যায় না অভিনেত্রী মিতা চ্যাটার্জী কে

Akanksha Dubey : চলতি বছরের ২৬ মার্চ বারানসীর এক হোটেল রুমে সন্দেহজনক অবস্থায় আকাঙ্ক্ষা দুবের মৃতদেহ পাওয়া যায়। ভোজপুরি এই অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ অনেকের। তবে আকাঙ্খার মৃত্যুর রহস্য এখনো সমাধান করা সম্ভব হয়নি।