অনুপম রায় (Anupam Roy), নামটা এখন সমাজ মাধ্যমে নেটিজেনদের মুখে মুখে ফেরে। শুধু একজন ভালো গায়ক বা গানের লেখক হিসেবে নয়, সদ্য ব্যক্তিগত জীবনে ঘটে চলা কিছু বিতর্কের কারণেও চর্চায় রয়েছেন অনুপম। অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) তাকে ডিভোর্স দিয়ে সদ্য বিয়ে করেছেন পরমব্রত চ্যাটার্জীকে (Parambrata Chatterjee)। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া সমবেদনা এখন সম্পূর্ণরূপে বইছে অনুপমের খাতে।
তবে পিয়া অবশ্য অনুপমের প্রথম স্ত্রী নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সহপাঠী সঙ্গে অনুপমের আলাপ হয়। এরপর তারা বিয়ে করেন কয়েক বছরের মাথায়। বেঙ্গালুরুতে বেশ কিছুদিন সুখেই সংসার করছিলেন তারা। তবে তাল কাটলো সেই বিয়ের আর আলাদা হলেন দুজনে।
কলকাতাতে ফিরে আসার পর গানের জগতে নতুন করে নাম লেখান অনুপম। খুব তাড়াতাড়িই বাড়তে থাকে তার জনপ্রিয়তা। এরপর ২০১৭ সালে তিনি বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। পিয়া একজন সমাজসেবী এবং গায়িকা। প্রথম প্রথম ভালো সময় কাটলেও অনুপম এবং পিয়ার জীবনে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। আর সেই ব্যক্তিটি হলেন পরমব্রত চ্যাটার্জী।
পরমব্রত এবং অনুপম দুজনই খুব ভালো বন্ধু। তবে দেউচাপাচামিতে একবার একটা কাজে গিয়ে পরমব্রত এবং পিয়ার মধ্যে নাকি আলাপ হয়। এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। বন্ধুত্ব বাড়তে বাড়তে একটা পর্যায়ে ঘনিষ্ঠতা এত বেড়ে যায় যে শেষমেষ ভেঙ্গেই যায় অনুপম আর পিয়ার সংসার। ২০২১ সালে তারা ডিভোর্স নিয়ে নেন।
শেষমেষ ২০২৩ সালের অন্তিম লগ্নে এসে বিয়ের পিঁড়িতে বসলেন পরম এবং পিয়া। তবে বন্ধু ও প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন অনুপম। বিয়ের পর আয়ারল্যান্ডের ডাবলিনে হানিমুনও কাটিয়ে এসেছেন দুজনে। অন্যদিকে অনুপমও সদ্য বাবা-মাকে নিয়ে ভাইজ্যাক ঘুরে আসলেন। সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই গায়কের প্রতি উপচে পড়ছে ভক্তদের আবেগ।
আরও পড়ুন : অনুপম রায়ের সেরা ৮ টি গান, শুনলে আপনার চোখে জল আসবেই
আরও পড়ুন : ‘বন্ধুর বউ চুরি’ করে বিয়ে! অনুপমের পাশে দাঁড়িয়ে পরমব্রতকে ধুয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী
সম্প্রতি একটা ক্রিসমাস ট্রির পাশে বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার ক্যাপশনে অনুপম লিখেছেন, “আরও শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়”। যার পরিপ্রেক্ষিতে তার এক ভক্ত কমেন্টে লেখেন, “তুমিও এবার আর একটা বিয়ে করে নাও দাদা।” বলা বাহুল্য, এবারেও কিন্তু নিরুত্তরই রইলেন অনুপম।