‘বন্ধুর বউ চুরি’ করে বিয়ে! অনুপমের পাশে দাঁড়িয়ে পরমব্রতকে ধুয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী

‘বউ চুরি বেড়ে গিয়েছে!’, অনুপমের পক্ষ নিয়ে পরমব্রত-পিয়াকে ধুয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী

“বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা…”, আদিপুরুষ সিনেমাতে চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) এই ডায়লগ তো আজ এত বছর পরেও এভারগ্রীন। তবে যত দিন যাচ্ছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যেন চিরঞ্জিতের এই ডায়লগ ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে। সম্প্রতি পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠেছে তার পরিপ্রেক্ষিতে ফের এই ডায়লগের প্রসঙ্গ তুলে ধরলেন বর্ষিয়ান অভিনেতা।

বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে সম্প্রতি বিয়ে করেছেন টলিউড অভিনেতা পরমব্রত। এতে শুভেচ্ছার বদলে বরং ট্রোলিং আর কটাক্ষই বেশি জুটছে নব দম্পতির কপালে। ‘বন্ধুর বউ চুরি’ করার অপবাদ দেওয়া হচ্ছে পরমব্রতকে। পরম ও পিয়াকে ছিঃ ছিঃ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক এই মুহূর্তেই অনুপমের পক্ষ নিয়ে পরম ও পিয়াকেই পরোক্ষে ধুয়ে দিলেন চিরঞ্জিত।

CHIRANJEET PARAMBRATA AND PIYA

সম্প্রতি মধ্যমগ্রামের একটি মেলাতে গিয়েছিলেন চিরঞ্জিত। সেখানে সাংবাদিকরা তাকে সরাসরি পরমব্রত এবং পিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে চিরঞ্জিত কোনও রাখঢাক না করেই বলেন, “আমি তো বলেছিলাম বউ হারালে বউ পাওয়া যায় রে, এখন চারিদিকে দেখছি বউ হারাচ্ছে আর পাচ্ছে, পাচ্ছে আর হারাচ্ছে… আদিপুরুষের সেই ডায়লগ বহু বছর আগেই বলে দিয়েছি সেটাই আবার বলে দিলাম। বহু বছর ধরে এই কথাই তো হিট।”

অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত। এতদিনে কি চিরঞ্জিতের সুপারহিট সেই ডায়লগ বাস্তবায়িত হল? সাংবাদিকদের এই প্রশ্নের সম্মুখীন হয়ে চিরঞ্জিত বলেন, “সবসময়ই হচ্ছে, এখন একটু ঘনঘন হচ্ছে, এটা আর কী।” চিরঞ্জিতের এই মন্তব্য নিয়েও জল্পনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার একাংশ তার বক্তব্যকে সমর্থন করেছেন। তবে কেউ কেউ এর বিরোধিতাও করছেন।

PARAMBRATA AND PIYA

আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী

আসলে পরম-পিয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ অনুপম রায়ের প্রতি সমবেদনা প্রকাশ করছেন। চিরঞ্জিত যে অনুপমের পক্ষ নিয়ে কথা বলছেন তাতে বরং খুশি হয়েছেন তারা। তবে অপরপক্ষের মতে পরম ও পিয়া একে অপরকে ভালোবেসে নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। তাই তাদের মতে পরমব্রতকে ‘দোষী’ বলা সমীচীন নয়।

আরও পড়ুন : অনুপম রায়ের সেরা ৮ টি গান, শুনলে আপনার চোখে জল আসবেই