জি বাংলার রিয়ালিটি শো- গুলির মধ্যে অন্যতম হলো ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় প্রশ্ন উত্তরের এই অনুষ্ঠানটি দেখতে পছন্দ করেন সকলেই। কিন্তু আগের মত টিআরপি যুদ্ধে খেলা দেখাতে পারছেন না সৌরভ। এই সপ্তাহের লড়াইয়ে রচনা ব্যানার্জীর সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে থাকতে হলো দাদাকে।
চলতি বছর পূজোর আগেই জি বাংলায় শুরু হয়েছিল দাদাগিরি। প্রথমে সারেগামাপা অডিশন শুরু হলেও কোন কারনে তা বাতিল হয়ে যায় এবং শুরু হয়ে যায় দাদাগিরি অডিশন। দুর্গাপূজার আগেই নতুন সিজন নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। শুরুর দিকে শুক্র এবং শনিবার এই রিয়ালিটি শো’টি প্রচারিত হলেও ডান্স বাংলা ডান্স শেষ হয়ে যাবার পর এখন এটি প্রচারিত হচ্ছে শুধুমাত্র শনিবার এবং রবিবার।
জোর কদমে দাদাগিরি শুরু হলেও তেমনভাবে যেন ফল পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপের পর থেকে নন ফিকশন অনুষ্ঠান গুলির নম্বর যেভাবে কমে গিয়েছিল, বর্তমানে তার থেকে কিছুটা উন্নতি হলেও এখনো কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছে না। দিদি নাম্বার ওয়ান-এর রেটিং এগিয়ে গেলেও দাদাগিরির ফলাফল দেখে আশাহত হয়েছেন ভক্তরা।
চলতি সপ্তাহের টিআরপি রেজাল্টেও পাঁচের ঘরেই আটকে থেকে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি। এই সপ্তাহে দাদাগিরির রেটিং ৫.৪। সানডে ধামাকা এপিসোডে ৬.০ রেটিং নিয়ে অনেকটাই এগিয়ে গেছে দিদি নাম্বার ওয়ান। এই সপ্তাহে সানডে ধামাকা দিয়ে নন ফিকশনে টিআরপি টপার হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানটি।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর গলায় গান শুনেছেন কখনো? শুনলে মুগ্ধ হয়ে যাবেন
শুধু দিদি নাম্বার ওয়ান নয়, রবিবার স্টার জলসার সানডে ফিকশনের গড় নম্বরও দাদাগিরি রেটিং এর থেকে অনেকটা বেশি। রবিবার রাত সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত জলসার গড় টিআরপি ৫.৬, শনিবার তা কমে দাঁড়িয়েছিল ৫.৪। এই মুহূর্তে স্টার জলসায় কোন রিয়ালিটি শো সম্প্রচারিত হচ্ছে না তার পরিবর্তে সপ্তাহের সাত দিনই দেখানো হচ্ছে ধারাবাহিক।
আরও পড়ুন : দাদাগিরিতে যেতে চান? কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি
নন ফিকশন টিআরপি রেটিং
সানডে ধামাকার হাত ধরে দিদি নাম্বার ওয়ান রয়েছে এক নম্বর স্থানে, ৬.০ নম্বর পেয়ে। দাদাগিরি ৫.৪ নম্বর পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১.৫ নম্বর পেয়ে ঘরে ঘরে জি বাংলা তৃতীয় স্থান অধিকার করেছে। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসা ফিকশন, প্রাপ্ত নম্বর ৫.৪, ৫.৬ (শনিবার এবং রবিবার)। চলতি সপ্তাহে কোন রিয়ালিটি শো দেখানো হয়নি স্টার জলসায়।
আরও পড়ুন : যীশু নাকি রচনা ব্যানার্জী? বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে?