আম্বানি পরিবারের বিলাসিতা সম্পর্কে নতুন করে আর কীই বা বলার থাকতে পারে? মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং তাদের ছেলেমেয়েদের জীবনযাপন দেখলে তাক লেগে যায়। বিশেষ করে নীতা আম্বানির সাজগোজ, পোশাক-আশাক, লাইফস্টাইল ধাঁধিয়ে দেবে চোখ। তবে এতদিনে এই ৬০ বছর বয়সে এসে নাকি কপাল পুড়লো মুকেশ পত্নীর!
কোনও রানীর চেয়ে কম নয় মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির জীবন যাপন। গোটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি অ্যান্টিলিয়াতে সপরিবারে থাকেন তারা। যে বাড়ির গোটা একটি তল জুড়ে রয়েছে নামিদামি গাড়ি। এই বাড়িতেই কিনা এসে ঢুকলো নীতা আম্বানির নতুন সতীন! এবার তার সঙ্গেই সর্বত্র দেখা যাবে মুকেশ আম্বানিকে। জানেন সে কে?
ভাবছেন বুঝি ৬৬ বছর বয়সে আবার নতুন করে বিয়ে করলেন মুকেশ আম্বানি? না, তা নয়। আসলে সম্প্রতি মুকেশ আম্বানি নতুন একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যে গাড়ির নাম ফেরারী রোমা। বিশ্বের সবথেকে দামি গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। যার দাম এবং ফিচার্স সাধারণের ভাবনারও বাইরে। ৪ কোটি টাকা মূল্যের এই গাড়ির বৈশিষ্ট্য খুবই আকর্ষণীয়।
আরও পড়ুন : সারাদিনে কি কি খান মুকেশ আম্বানি? দেখুন ডায়েট চার্ট
ফেরারী রোমা – Ferrari Roma Car
ফেরারি রোমা ২০২১ সালে লঞ্চ হয়েছিল। ভারতের খুব কম মানুষের কাছেই এই গাড়ি রয়েছে। তাদের মধ্যে যে মুকেশ আম্বানি থাকবেন সেটাই স্বাভাবিক। এটি আসলে এক প্রকারের স্পোর্টস কার। যে গাড়ির অত্যাধুনিক ডিজাইন, এলইডি হেডলাইট, ৪ টেইল ল্যাম্প এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য বাইরে থেকে চোখে ধরা পড়বে। গাড়ির মধ্যে কী কী ফিচারস রয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
আরও পড়ুন : ৫০০০ কোটির ব্যবসা সন্তানদের দিয়ে অবসর নিচ্ছে মুকেশ আম্বানি, কে কত সম্পত্তি পেল?
ফেরারী রোমা গাড়ির বিশেষত্ব কি?
এই স্পোর্টস কারের মধ্যে ৩৮৫৫ সিসি পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৬১১.৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করতে পারে। এই গাড়ির সেন্টার কনসোল হিসেবে ৮.৪ ইঞ্চি ট্যাবলেট স্টাইলের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। যা জরুরীকালীন সময়ে বা বিপদের সময় জরুরী পরিষেবায় কল করে দেবে। সেই সঙ্গে আরও অন্যান্য ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এই সিস্টেম। সেই সঙ্গে রয়েছে ১৬ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
মুকেশ আম্বানির গাড়ির কালেকশন
এছাড়াও অবশ্য মুকেশ আম্বানির গ্যারেজে একাধিক সুপার কার এবং স্পোর্টস কার রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য লাল ফেরারি ৮১২ সুপারফাস্ট, ফেরারি ৪৮৮ জিটিবি, ম্যাকলারেন ৫৭০এস, অ্যাস্টন মার্টিন ডিবি১১, ল্যাম্বরগিনি অ্যাভেনটাডোর এস রোডস্টার, রোলস রয়্যাল, বেন্টলি, মার্সিডিজ-বেঞ্জ, টেসলা, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, টয়োটা ইত্যাদি।