শাকা লাকা বুম বুম (Shaka Laka Boom Boom) হল ছোটপর্দার এমন একটি জনপ্রিয় শো, যা ভারতীয় শিশুদের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার টেলিভিশন সিরিজ। ২০০০ সালে টিভিতে এই সিরিয়ালটি প্রথম সম্প্রচার হয়েছিল যার পরিচালক ছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। অনেকের মনেই প্রশ্ন জাগে ‘শাকালাকা বুম বুমে’র সেই সঞ্জু আজ কোথায়? ২৩ বছর পর এখন তাকে দেখতে কেমন হয়েছে? চলুন দেখে নেওয়া যাক এই সিরিয়ালের স্টার কাস্ট আজ কোথায় এবং কী করছে।
হানসিকা মোতওয়ানি (Hansika Motwani) : দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেশিশুশিল্পী হানসিকা মোতওয়ানি বর্তমানে বলিউডের একটি পরিচিত নাম। দক্ষিণের বহু সুপারহিট সিনেমায় এই অভিনেত্রী কাজ করেছেন। ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি তাঁকে এমওয়াই৩ নামক সিনেমাতেও দেখা গেছে।
জেনিফার উইঙ্গেট (Jennifer Winget) : জেনিফার উইঙ্গেট এই সিরিয়ালে নিজের অভিনয়ের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছিলেন। শৈশবে এই সিরিয়াল করার পরে জেনিফার উইঙ্গেট অনেক সিরিয়াল এবং ওয়েব সিরিজে কাজ করেছিলেন। সরস্বতীচন্দ্র, বেহাধ, বেপান্নাহ প্রভিতি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন এবং তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
কিংশুক বৈদ্য (Kinshuk Vaidya) : এই সিরিয়ালের এক জনপ্রিয় চরিত্র ‘সঞ্জুর’ কথা নিশ্চই মনে আছে? সঞ্জু জাদুকরী পেন্সিল দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। ‘শাকা লাকা বুম বুম’ শোয়ের সঞ্জু চরিত্রে অভিনয় করেছিলেনন অভিনেতা কিংশুক বৈদ্য। বড় হওয়ার পর এই অভিনেতা ‘ওহ তো হ্যায় আলবেলা’, ‘জাত না পুচ্ছো প্রেম কি’, ‘এক রিশতা শামান্দি কা’ প্রভৃতি অনেক সিরিয়ালে কাজ করেছেন।
আদিত্য কাপাডিয়া (Aaditya Kapadia) : ‘শাকা লাকা বুম বুম’ সিরিয়ালের ‘ঝুমরু’ নামক চরিত্রটিও বেশ জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদিত্য কাপাডিয়। তিনি এখন অভিনয় জগতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি সক্রিয় থাকেন এবং তিনি কিছুদিন আগেই বাবা হয়েছেন।
আরও পড়ুন : ৩ বার আত্মহত্যার চেষ্টা থেকে বিশ্বরেকর্ড! শামির ঘুরে দাঁড়ানোর গল্প শুনলে গায়ে কাঁটা দেবে
তানভি হেগড়ে (Tanvi Hegde) : শিশুদের প্রিয় সিরিয়াল ‘সোনপরী’। এই সিরিয়ালের অভিনেত্রী তানভি হেগড়েকেও দেখা গেছিল ‘শাকা লাকা বুম বুম’ নামক সিরিয়ালে। তিনি সিরিয়ালের দুনিয়া ছাড়াও দক্ষিণের সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন। তাঁকে শিবা নামক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুন : ভারতের সবথেকে দামি ম্যারেজ হল খুললেন মুকেশ আম্বানি, এক রাতের ভাড়া শুনলে ঘুরে যাবে মাথা
আরও পড়ুন : নায়িকাদের থেকে কম নয় ইমরান হাশমির স্ত্রী, দেখুন ছবি
রীমা বোরা (Reema Vohra) : এই সিরিয়ালের ওপর এক চরিত্র ‘সঞ্জনা’। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রীমা বোর। তিনি সিরিয়াল এবং চলচ্চিত্র উভয় দিকেই সক্রিয়। তাঁকে বকুল, তাজমহল প্রভৃতি চলচ্চিত্রে দেখা গেছে, তবে তিনি নিজেকে মুখ্য চরিত্রে প্রতিষ্ঠিত করতে পারেননি এখনো পর্যন্ত।