নায়িকাদের থেকে কম নয় ইমরান হাশমির স্ত্রী, দেখুন ছবি

পর্দায় ‘সিরিয়াল কিসার’ বাস্তবে ‘ওয়ান উওম্যান ম্যান’, ইমরান হাশমির স্ত্রী কত সুন্দরী দেখুন

Emraan Hashmi Wife : ইমরান হাশমি, বলিউড (Bollywood) -র প্লে বয় নামে খ্যাত এই অভিনেতা চিরকাল অন্যরকম চরিত্রে অভিনয় করতেই স্বচ্ছন্দ বোধ করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি যে সমস্ত চরিত্রে অভিনয় করেছিলেন তাতে এই অভিনেতার ইমেজ মেয়েদের কাছে অন্যরকম ছিল কিন্তু ইমরান হাশমি সাধারণ জীবনে কিন্তু একেবারে অন্যরকম একটি মানুষ। আজ আমরা জানবো ইমরান হাশমি (Emraan Hashmi) -র ব্যক্তিগত এবং বৈবাহিক জীবন সম্পর্কে কিছু কথা।

ইমরান হাশমির স্ত্রী পারভীন সাহানি

পর্দায় তিনি যে সমস্ত করেছেন বা করেন, আদতে তিনি কিন্তু একেবারেই তেমন মানুষ নন। বলিউডে যেখানে একের পর এক সম্পর্ক ভেঙে যাওয়ার কথা আমরা শুনতে পাই সেখানে ইমরান হাশমি একজন বিবাহিত সুখী পুরুষ। ১৯৭৯ সালের ২৪ মার্চ জন্মগ্রহণকারী এই অভিনেতার আসল নাম সৈয়দ ইমরান আনোয়ার হাশমি। ২০০৬ সালে পারভীন সাহানি (Parveen Shahani) -কে বিয়ে করেছিলেন তিনি।

Emraan Hashmi Wife

   

ইমরান হাশমি স্কুলে পড়াকালীন প্রেমে পড়েছিলেন পারভীনের অর্থাৎ একে অপরকে তারা বহু বছর ধরে চেনেন। ইন্ডাস্ট্রিতে আসার আগেই ইমরান হাশমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কিন্তু পর্দায় একাধিক রোমান্টিক সিনে অভিনয় করার পরেও তিনি নিজের পেশাগত জীবনকে কখনোই ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলতে দেননি। ক্যারিয়ারের স্ট্রাগেলের সময় ইমরান হাসমি পাশে পেয়েছিলেন তার স্ত্রী পারভীনকে আর তাই ইমরান নিজের জীবনকে সবসময় আলাদা এবং সুরক্ষিত রাখতেই পছন্দ করেন।

ইমরান হাশমির ছেলের ক্যান্সার

২০১০ সালে ৩ ফেব্রুয়ারি একমাত্র পুত্র আয়ানকে জন্ম দেন ইমরানের স্ত্রী। জন্মের মাত্র ৪ বছরের মধ্যে আয়ান হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হন এবং সেই সময় এই দম্পতির কেটেছিল একটি কঠিন সময়। একমাত্র ছেলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে ইমরান এবং তার স্ত্রী ছেলেকে নিয়ে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসার জন্য। বেশ কয়েক বছর চিকিৎসাধীন থাকার পর আয়ান এখন সম্পূর্ণ সুস্থ।

Emraan Hashmi Family

আপনারা হয়তো অনেকেই জানেন না, ইমরান হাশমি হলেন চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের ভাগ্নে। ২০০২ সালে মামাকে ‘রাজ’ চলচ্চিত্রে পরিচালনার কাজে সহায়তা করেছিলেন ইমরান হাশমি। মামার পরামর্শতেই একপ্রকার অভিনয়ে আসা ইমরানের। ‘ফুটপাত’ সিনেমায় প্রথম ইমরান হাশমিকে কাস্ট করেন মহেশ ভাট কিন্তু সেই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। সিনেমাটি ফ্লপ হলেও ইমরান হাসমির অসাধারণ অভিনয় নজর কেড়েছিল সকলের।

আরও পড়ুন : কোটিপতির বউ হতে বুড়োকে বিয়ে! জুহি চাওলার স্বামী আসলে কে? রইলো তার আসল পরিচয়

Emraan Hashmi

আরও পড়ুন : ভারতের সবথেকে দামি ম্যারেজ হল খুললেন মুকেশ আম্বানি, এক রাতের ভাড়া শুনলে ঘুরে যাবে মাথা

২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন ইমরান হাশমি। এরপর ‘জেহের ‘,’ কলিযুগ’, ‘গ্যাংস্টার ‘, ‘তুম মিলে ‘, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘জান্নাত টু’, ‘ডার্টি পিকচার’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।