বলিউড গায়িকারা ফেল! মৈথিলী ঠাকুরের রোজগার শুনলে শ্রেয়া-অরিজিতও লজ্জা পাবে

Maithili Thakur Biography : ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম নাম হয়ে উঠেছেন মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। মাত্র ২৩ বছর বয়সেই এই গায়িকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি মূলত লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। একাধিক ভাষায় গান গেয়ে তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। কিন্তু জানেন কী গান করে কত টাকা উপার্জন করেন এই শিল্পী? চলুন জেনে নিই তার মাসিক আয় কত।

২৫ জুলাই ২০০০ সালে বিহারের মধুবনীতে অবস্থিত বেনিপট্টি নামক একটি ছোট গ্রামে মৈথিলীর জন্ম হয়। তার ডাক নাম ছিল তনু। আর তার বাবার নাম রমেশ ঠাকুর, যিনি নিজেই একজন সঙ্গীত শিল্পী ছিলেন। আর তাই বাবার হাত ধরেই সঙ্গীতে হাতে খড়ি হয়েছিল মৈথিলীর। প্রায় চার বছর বয়সেই শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন তিনি। তবে মৈথিলী ছাড়াও তার দুই ছোট ভাই ঋষভ ঠাকুর এবং আয়াচি ঠাকুরও গানের জগতে বেশ জনপ্রিয়।

Maithili Thakur

এদিকে মৈথিলী জনপ্রিয়তা পেতে থাকে জি টিভির শো লিটল চ্যাম্পসে ২০১১ সালে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করার পর থেকে। তবে এই একবার নয়। তিনি আরও অনেক গুলো গানের শো তে অংশ নিয়েছিল। কিন্তু কোনোটাতেই তিনি বিজয়ী হতে পারেননি। কিন্তু বিজয়ী না হতে পারলেও শিশু শিল্পী হিসেবে বেশ নামডাক করেছিলো। তবে তার এত চেষ্টা বৃথা যায়নি ২০১৫ সালে জিনিয়াস সিঙ্গিং স্টারের খেতাব জিতে নিয়েছিলেন তিনি।

এরপর আর মৈথিলীকে নিজের কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। খুব কম সময়ে মধ্যে এই শিল্পী সঙ্গীত জগতের এক অন্যতম কণ্ঠ হয়ে ওঠে। এমনকি তিনি ২০১৭ সালে রাইজিং স্টারের মঞ্চেও তিনি গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছিল। তবে এই গায়িকার পড়াশোনা সবকিছু দিল্লিতেই। তিনি বাল ভবন ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছিলেন। আর আত্মা রাম সনাতন ধর্ম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

Maithili Thakur

পড়াশোনা শেষ করে নিজের গান নিয়ে ইউটিউবের জার্নি শুরু করেন তিনি। ২০১৮ সালে ১১ ফেব্রুয়ারি থেকে তিনি ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করেন। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৭৭ লক্ষ। এছাড়াও তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যাও খুব একটা কম নয়। তার ফেসবুকে ১০ মিলিয়ন ফলোয়ার আর ইনস্টাগ্রামে ৪.৫মিলিয়ন ফলোয়ার রয়েছে।

আরও পড়ুন : কত টাকা ইনকাম ট্যাক্স দেন অরিজিৎ সিং? জানলে সৌরভ গাঙ্গুলীও লজ্জা পাবে

Maithili Thakur

আরও পড়ুন : অরিজিত থেকে শ্রেয়া, গান গেয়ে কে কত পারিশ্রমিক পান? কার পারিশ্রমিক বেশি

আর এই অনলাইন প্লাটফর্ম থেকে মৈথিলী প্রায় ৫০ লক্ষ টাকা আয় করেন। ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামে নানারকম বিজ্ঞাপন, ভিডিও থেকেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। তার সঙ্গে তো স্টেজ পাফরমেন্স আছেই। সেখানেই তিনি পারিশ্রমিক খুব একটা কম নেননা। বলা বাহুল্য বার্ষিক তিনি কয়েক কোটি টাকা আয় করে থাকেন।

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী গায়িকা কে? চমকে দেবে তার মোট সম্পত্তির পরিমাণ