দেব, জিৎ থেকে প্রসেনজিৎ! দেখুন টলিউড সুপারস্টারদের প্রথম কাজ

Tollywood Actors First Movie : টলিউড সুপারস্টারদের প্রথম কাজ

Bengali Actors First Movies : কোনও সুপারস্টার একদিনে তারকা হয়ে যান না, কোনো সফলতা একদিনে পাওয়া যায় না। তবে স্টার হওয়ার পর যখন পেছনে ঘুরে তাকানো হয় তখন এক প্রকার হাসি পায় নিজেদের প্রথম কাজ দেখে। কত অপটু, কত ভুল ভ্রান্তিতে ভরা সেই কাজ। আজ আমরা জানবো টলিউড (Tollywood) -র কয়েকজন সুপারস্টারদের প্রথম কাজ সম্পর্কে কিছু তথ্য।

জিৎ (Jeet) : নিঃসন্দেহে জিৎ বলিউডের একজন নামী তারকা,যিনি ‘সাথী’ সিনেমার হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আমরা সকলেই জানি টলিউডে জিৎ ‘নাটের গুরু’ নামে একটি সিনেমার হাত ধরে প্রবেশ করেছিলেন যে সিনেমায় জিৎ-এর বিপরীতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। কিন্তু আপনি হয়তো জানেন না জিৎ এর প্রথম কাজ ১৯৯৭ সালের একটি হিন্দি অ্যালবামে লিড রোলে অভিনয় করা। ‘বেওয়াফা তেরা মাসুম চেহেরা’, নামক হিন্দি মিউজিক অ্যালবামে কাজ করেছেন তিনি।

 

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) : টলিউডের লিড রোলে সোহম প্রথম অভিনয় করেছিলেন ২০০৮ সালে ‘ বাজিমাত’ সিনেমায়, যেখানে সোহমের বিপরীতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে মাত্র ছয় বছর বয়সেই সোহম ‘ছোট বউ’ সিনেমায় একটি ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। হিসেব মতো এটি ছিল সোহমের প্রথম কাজ। এই সিনেমায় সোহম ছাড়াও অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক সহ আরো নামিদামি তারকারা। এই সিনেমায় ছোট্ট সোহমের একটি ডায়লগ,”আমাকে একটু হরলিক্স দাও না চেটে চেটে খাব….”আজও মিম হিসেবে ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) : টলিউডের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ক্যারিয়ারে ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি এতটাই ভালবেসে ছিলেন যে বারবার বলিউডের হাতছানিকে উপেক্ষা করেছিলেন তিনি। ১৯৮৩ সালে ‘দুই পাতা’ নামক একটি সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেছিলেন তবে এই সিনেমাটি ফ্লপ প্রমাণিত হয়েছিল। তবে বুম্বাদা শিশু শিল্পী হিসাবে প্রথম কাজ করেছিলেন মাত্র ৬ বছর বয়সে ১৯৬৮ সালে ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায়।

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : ২০১০ সালে ‘ কেল্লাফতে’ সিনেমার হাত ধরে টলিউডে প্রবেশ করেছিলেন অঙ্কুশ। এই সিনেমায় অভিনেত্রী রুপার বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কুশ। বর্তমানে সিনেমার পাশাপাশি তিনি সঞ্চালকের ভূমিকাতেও কাজ করছেন। খুব শীঘ্রই ঐন্দ্রিলার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন : বিয়ের ৩ বছরেই ডিভোর্স? বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

দেব (Dev) : ২০০৬ সালে ‘অগ্নি শপথ’ নামক একটি সিনেমায় প্রথম অভিনয় করেন দেব। এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছিলেন রচনা। তবে সিনেমা হিসাবে দেবের এটি প্রথম কাজ হলেও অভিনেতা হিসেবে কিন্তু এটি প্রথম কাজ ছিল না। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয় ভোলানাথ জয় মহাদেব’, নামে একটি অ্যালবামে অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন ঘাটালের এই সাংসদ।

আরও পড়ুন : রূপে টলিউড নায়িকাদের দশ গোল দেবে, প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ে আসলে কে জানেন?

আরও পড়ুন : বিয়ের পরেও পরকীয়া! মিঠুনকে লাথ মেরে বাড়ি থেকে তাড়িয়েছিলেন স্ত্রী

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) : মিঠুন চক্রবর্তী এমন একজন বাঙালি যিনি বাংলার পাশাপাশি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন স্ব মহিমায়। বলিউডে মিঠুনের প্রথম কাজ ছিল ১৯৭৬ সালে ‘মিল গ্যায়া মঞ্জিল মুঝে’। এই সিনেমায় মমতা শঙ্করের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ‘প্রজাপতি’ সিনেমায় ফের মমতা শঙ্করের বিপরীতে অভিনয় করেছেন মিঠুন।

আরও পড়ুন : রুপ ও সৌন্দর্যে মিঠুনের কুড়িয়ে পাওয়া মেয়ে টেক্কা দেবে স্বর্গের অপ্সরাকেও