Bangla Romantic Serial : শাশুড়ি বৌমার কুটকাচালি, পরকীয়া, বৌমার উপর অত্যাচারের দৃশ্য আমরা বহুবার দেখেছি বাংলা ধারাবাহিকে। ধারাবাহিকের চরিত্রগুলি আমাদের মননে এতটাই জায়গা করে নেয়, যে আমরা তাদের চরিত্রগুলোকেই সত্যি বলে মনে করি। তবে শুধু কুটকাচালি নয়, জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) -র ধারাবাহিকে দেখানো হয়েছে এমন কিছু প্রেমের কাহিনী যা মানুষ মনে রেখে দেবে সারা জীবন। চলুন তেমনই ৫টি প্রেমের কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করা নেওয়া যাক।
বোঝে না সে বোঝে না (Bojhena Se Bojhena) : ২০১৬ সালে এই ধারাবাহিকটি সম্প্রচারিত করা হয়েছিল স্টার জলসায়। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক রায় এবং মিমি চক্রবর্তী। মধুমিতার পাখি চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল, যে লকডাউনেও এই ধারাবাহিকটি দেখার জন্য অনুরোধ করেছিলেন দর্শকরা। অরণ্য এবং পাখির ভালোবাসার কথা এখনো মনে রেখে দিয়েছে দর্শকরা।
সরস্বতীর প্রেম (Saraswatir Prem) : সান বাংলায় সম্প্রচারিত সরস্বতীর প্রেম ধারাবাহিকে সরস্বতী এবং রোহিতের একটি অসাধারণ প্রেমের গল্প দেখেছি আমরা। রোহিতকে জোর করে বিয়ে করতে হলেও পরবর্তীকালে রোহিতের প্রেমে পড়ে সরস্বতী, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই গোটা ধারাবাহিকটি। ২০২০ সালে এই ধারাবাহিকটি শুরু হয় এবং শেষ হয় ২০২১ সালে। ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী দে (Pallavi Dey), অভিষেক শর্মা (Abhishek Sharma)।
কি করে বলবো তোমায় (Ki Kore Bolbo Tomay) : জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি ২০১৯ সালে শুরু হয় এবং সমাপ্ত হয় ২০২১ সালে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta), ক্রুশল আহুজা (Krushal Ahuja)। রাধিকা, যে একজন ফ্যাশন ডিজাইনার, তার সঙ্গে আলাপ হয় কৌশিকের। কৌশিক আর রাধিকার অসাধারণ সেই প্রেমের কাহিনী কখনোই ভোলার নয়।
ফেরারি মন (Pherari Mon) : ২০২২ সালে এই ধারাবাহিকটি শুরু হয় কালার্স বাংলায়। ধারাবাহিকে তুলসী যে নিজের জীবন দর্শনে ভীষণ বিশ্বাসী, তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় বড়লোকের সন্তান অগ্নির সঙ্গে। দুই ভিন্ন স্বাদের এই দুটি মানুষের মধ্যে প্রেম হয়, যা ভীষণভাবে আকর্ষণ করে সাধারণ মানুষকে। ফেরারি মন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা রায় (Sudipta Roy), বিপুল পাত্র (Bipul Patra), অরিন্দম গাঙ্গুলী, বিদিপ্তা চক্রবর্তী এবং স্যান্ডি সাহা।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা ৫ খলনায়িকা, যাদের দেখলেই শিউরে ওঠে গা
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা ৭ হাড়-বজ্জাত অলক্ষ্মী, যাদের দেখলেই শিউরে ওঠে গা
মিঠাই (Mithai) : জি বাংলায় এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২১ সালে, শেষ হয় ২০২৩ সালে। শাশ্বতী ঘোষ পরিচালিত এই ধারাবাহিকটি টিআরপির দিক থেকে সব সময় ছিল এগিয়ে। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সৌমিতৃষা কুন্ডু, অদ্রিত রায়। দুষ্টু মিষ্টি মিঠাইয়ের ভালোবাসা আর দুষ্টুমিতে ডুবে ছিল দর্শকরা তাই যখন এই ধারাবাহিকটি শেষ হয় তখন ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল সকলের।
আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, বাংলা সিরিয়ালে দর্শকের বিচারে সেরা ৫ লক্ষ্মী বউমা