বাংলা সিরিয়ালের সেরা ৫ খলনায়িকা, যাদের দেখলেই শিউরে ওঠে গা

বাংলা টেলিভিশনে ইদানিং যে সিরিয়ালগুলো চলছে তার মধ্যে জি বাংলা এবং স্টার জলসা টিআরপি তালিকার রেষারেষিতে এগিয়ে রয়েছে। এই হিট বাংলা সিরিয়ালে খলনায়িকাদের ভূমিকাও কিন্তু কম নয়। আসলে তারাই হলেন ধারাবাহিক হিট হওয়ার প্রধান বিষয়বস্তু। এই চরিত্রে যারা অভিনয় করছেন তাদের দেখলে আপনা আপনিই ভয় জাগে দর্শকদের মনে। এক নজরে দেখে নিন হালফিলের বাংলা সিরিয়ালের সেই খলনায়িকাদের তালিকা যারা দর্শকদের বিচারে সেরা (Best Bengali Telivision Villain)।

নন্দিনী চ্যাটার্জী (Nandini Chatterjee) : বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীও খলনায়িকা হিসেবে টেক্কা দিতে পারেন অন্যদের। হাতেগোনা কিছু ধারাবাহিকে তাকে পজিটিভ চরিত্রে পাওয়া গিয়েছিল। তবে তিনি দর্শকদের মনের মধ্যে খলনায়িকা হিসেবে দাগ কেটেছেন। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের ‘আন্টি ২’ এখন ‘খেলনা বাড়ি’তেও নায়কের সৎ মায়ের ভূমিকায় খলনায়িকা হিসেবে রয়েছেন।

চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh) : এই তালিকায় প্রথমেই রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ইনি হলেন বাংলা সিরিয়ালের একজন দাপুটে খল চরিত্রাভিনেত্রী। বিগত ১৪ বছর ধরে তিনি অভিনয়ে তার দক্ষতা দেখিয়ে আসছেন। এখন জি বাংলার ‘গৌরী এল’ ধারাবাহিকে অভিনয় করেন চান্দ্রেয়ী। এই সিরিয়ালের ‘শৈল মা’ চরিত্রটি বেজায় ভয়ানক চরিত্র। চরিত্রটিকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলছেন চান্দ্রেয়ী।

অঞ্জনা বসু (Anjana Basu) : বাংলা টেলিভিশনের সঙ্গে অঞ্জনার সম্পর্ক বহু পুরনো। নেগেটিভ চরিত্রের পাশাপাশি পজিটিভ চরিত্রেও তিনি যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। তবে ইদানিং বাংলা ধারাবাহিকগুলিতে তাকে প্রধানত খলনায়িকা হিসেবেই দেখা যাচ্ছে। বিভিন্ন ধারাবাহিকে তার চরিত্রের মধ্যে নেগেটিভ শেডস পাওয়া যায়। এখন তিনি জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করেন।

শাওন দে (Saon Dey) : একই সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ চরিত্র সামলাচ্ছেন শাওন। স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকের পাশাপাশি একই চ্যানেলের ‘গাঁট ছড়া’ ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে। প্রথমটিতে তিনি ভয়ঙ্কর খল চরিত্র মনিকা সুরের ভূমিকায় অভিনয় করছেন। তাকে দেখলে নাকি রাস্তাতেও লোকে ভয় পালায়। দ্বিতীয় ধারাবাহিকে তিনি পজিটিভ চরিত্রেই অভিনয় করছেন।

রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) : যেমন রূপ, তেমন অভিনয়, রূপাঞ্জনা মিত্রকে আমরা দেখছি স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। তার চরিত্রের মধ্যেও রয়েছে নেগেটিভ এবং পজেটিভ শেডস। ধারাবাহিকের শুরুতে দীপাকে সহ্য করতে পারতেন না তিনি। দীপার উপরে নিজের দাপট দেখিয়েছেন বহুবার। এখন সেই দীপাই তার চোখের মণি। স্নেহশীলা শাশুড়ি মা হয়ে তাকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন লাবণ্য ওরফে রূপাঞ্জনা।