ভারত (India) –র সঙ্গে পাকিস্তান (Pakistan) -র সম্পর্ক চিরকালই অম্ল মধুর। দুই দেশের মধ্যে বারবার যুদ্ধের দামামা বাজলেও এই দুই দেশ একে অপরকে কখনো অস্বীকার করতে পারে না। এই দুই দেশের মধ্যে মানুষের বন্ধুত্ব হোক অথবা ভালোবাসা সম্পর্ক বারবার ভারত এবং পাকিস্তানকে নিয়ে এসেছে কাছাকাছি। আজ আমরা জানব ক্রিকেট জগতের এমনই কয়েকটি বিয়ের কথা যা এই দুই দেশকে কাছাকাছি নিয়ে আসার পেছনে পরোক্ষভাবে যুক্ত।
মহসিন খান এবং রিনা রায় : রিনা এবং মহসিন যে সময় প্রেম করতেন সেই সময় এমন প্রেম সচরাচর দেখা যেত না তাই আশির দশকে এই প্রেম ছিল সবথেকে বিতর্কিত একটি বিষয়। ক্যারিয়ারের তুঙ্গে থাকা সত্বেও রিনা রায়কে বিয়ে করে পাকিস্তান দল ছাড়ার সিদ্ধান্ত করেছিলেন এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পরবর্তী সময়ে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন ঠিকই কিন্তু ক্যারিয়ার গড়ে তুলতে পারেননি অভিনয় জগতে। অন্যদিকে রিনাও মহসিনকে বিয়ে করে নিজের ক্যারিয়ার বিসর্জন করেছিলেন। এত কিছু হওয়া সত্ত্বেও এই বিয়ে টেকেনি। বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর তাঁদের একমাত্র কন্যা সন্তান মায়ের সঙ্গেই থাকে।
জহির আব্বাস এবং রীতা লুথারা : এশিয়ার ব্র্যাডম্যান নামে পরিচিত এই পাকিস্তানি ক্রিকেটার নিঃসন্দেহে ছিলেন ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান। ইংল্যান্ডে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে জহিরের সঙ্গে পরিচয় ঘটে ইন্টিরিয়ার ডিজাইনার রীতা লুথারার সাথে। ১৯৮৮ সালে এই জুটি বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর রীতা ধর্মান্তরিত হয়ে সামিনা আব্বাস নামে পরিচিত হন। পাকিস্তানের করাচি নিবাসী জহির খান বর্তমানে আইসিসির সভাপতি পদে প্রতিষ্ঠিত এবং রীতা একজন সফল ইন্টেরিয়ার ডিজাইনার।
শোয়েব মালিক এবং সানিয়া মির্জা : একদিকে যেমন শোয়েব মালিক পাকিস্তানের সেরা খেলোয়াড় তেমন অন্যদিকে টেনিস দুনিয়ার অন্যতম নক্ষত্র হলেন সানিয়া মির্জা। ২০১০ সালে অস্ট্রেলিয়ায় পরিচয় হয় সানিয়া এবং শোয়েবের। সেখান থেকেই শুরু প্রেম পর্বের। ২০১০ সালে একে অপরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। শোয়েব এবং সানিয়া এখন একটি ফুটফুটে পুত্র সন্তানের পিতা-মাতা এবং একই সঙ্গে সুখী দম্পতি।
আরও পড়ুন : একই মেয়ের প্রেমে পড়েছেন ভারতীয় দলের এই ৭ ক্রিকেটার, এখন মুখ দেখাদেখি বন্ধ
আরও পড়ুন : Cricketers : নিজের বোনকেই বিয়ে করেছেন এই ক্রিকেটাররা, রয়েছেন ২ জন ভারতীয়
হাসান আলি এবং শামিয়া আরজু : দিল্লিতে বিমান সংস্থা এমিরেটসে ফ্লাইট প্রকৌশলী হিসেবে কাজ করেন শামিয়া। দুবাইতে থাকাকালীন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীর সঙ্গে পরিচয় হয় শামিয়ার। ২০১৯ সালের আগস্ট মাসে বিয়ে করে নতুন সংসার পাতের এই তারকা জুটি।