মা হলে ফিগার নষ্ট! তাই ‘গর্ভ ভাড়া’ করে মা হয়েছেন এই ৫ বলিউড নায়িকা

সাম্প্রতিককালে সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ভারতে অনেকখানি বেড়ে গিয়েছে। সারোগেসি বা গর্ভ ভাড়া করে সন্তানের মা-বাবা হওয়ার পথ বেছে নিয়েছেন অনেকেই। যাদের মধ্যে রয়েছে বলিউড (Bollywood) তারকারাও। চলুন জেনে নিই নিজের কেরিয়ার আর সৌন্দর্যের কথা ভেবে কোন কোন তারকা সারোগেসির মাধ্যমে মা হওয়ার স্বাদ অনুভব করেছে (Celebrities Who Opted for Surrogacy and IVF)।

কিরণ রাও (Kiran Rao) : প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তা ও আমির খানের দুই সন্তান রয়েছে জুনাইদ ও ইরা। ২০০৪ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। আমির পত্নী কিরণের গর্ভেই সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন আমির-কিরণ। এরপর ২০১১ জন্ম নেয় তাদের ছেলে আজাদ।

PRIYANKA CHOPRA WITH DAUGHTER

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : এই তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। জানুয়ারি মাসে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম দেন সারোগেট মা।সময়ের আগেই তাদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে তার চিকিৎসা করানো হয়। তবে এখন তাদের সন্তান নিজের বাড়িতেই আছে, সুস্থ আছে।

শিল্পা শেঠি (Shilpa Shetty) : নিজের শরীর নিয়ে সব সময় সচেতন শিল্পা শেঠী। কিন্তু তিনিও অনেকবার গর্ভপাত হওয়ার ফলে ২০২০ সালে সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান শমিশার জন্ম দেন শিল্পা শেঠি কুন্দ্রা। তার আগে রাজ কুন্দ্রা এবং শিল্পার এক ছেলে হয়। ছেলের নাম ভিয়ান।

PREITY ZINTA

প্রীতি জিনতা (Preity Zinta) : এই তালিকা থেকে বাদ যায়নি বলিউডের মিষ্টি নায়িকা প্রীতি জিনতা। ২০২১ সালে প্রীতি জিনতা এবং জিনি গুডএনাফ সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম জয় জিনতা গুডএনাফ, মেয়ের নাম জিয়া জিনতা গুডএনাফ।

আরও পড়ুন : কেউ ৮ তো কেউ ৮০! বলিউড পরিচালরা ছবি পিছু কত টাকা পারিশ্রমিক পায় দেখুন

Sunny Leone

আরও পড়ুন : রাঘব-পরিনীতির মধ্যে কার সম্পত্তির পরিমাণ বেশি? স্বামী-স্ত্রীর মধ্যে কে বেশি ধনী

সানি লিওন (Sunny Leone) : ২০১৭ সালে লাতুরের এক বস্তি থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। বছর ঘুরতে না ঘুরতেই সারোগেসির মাধ্যমে মা হন সানি। তার দুই যমজ সন্তান অ্যাশ ও নোয়ার জন্ম নয় ২০১৮-এর মার্চ মাসে।