কেউ ৮ তো কেউ ৮০! বলিউড পরিচালরা ছবি পিছু কত টাকা পারিশ্রমিক পায় দেখুন

Bollywood Directors and Their Salaries Per Film : বলিউডের বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পরিচালক কে, দেখুন তালিকা

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) এর জওয়ান (Jawan)। আর ছবিটি ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে। আর এই ছবি থেকে বেশ মোটা টাকায় উপার্জন করেছেন পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar)। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ছবিনির্মাতাদের তালিকায় প্রথম সারিতে রয়েছে অ্যাটলির নাম। ‘জওয়ান’ ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি? বলিউডের কোন পরিচালক কত টাকা পারিশ্রমিক পান? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

রাজকুমার হিরানি (Rajkumar Hirani) : বলিউডের এখন সর্বোচ্চ পরিচালকদের তালিকায় শীর্ষে আছেন রাজকুমার হিরানি। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে একটি সিনেমার জন্য ৭০ থেকে ৮০ কোটি রুপি নেন রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’র মতো হিট ছবি রয়েছে পরিচালক রাজকুমার হিরানির ক্যারিয়ারে। এবার শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করছেন ‘ডাঙ্কি’।‘

Rajkumar Hirani

সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali) : রাজকুমারের হিরানি উপার্জনের দিকে সবার প্রথম থাকলে দ্বিতীয় হচ্ছেন সঞ্জয় লীলা ভন্সালী। তিনি ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো একাধিক হিট ছবি পরিচালনা করেছেন। বর্তমানে তিনি ছবিপিছু ৫০ থেকে ৫৫ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।

রোহিত শেট্টি (Rohit Shetty) : বলিউডের এই পরিচালকের হাত ধরেই ভারতে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ‘সিংহাম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো একাধিক হিট হিন্দি সিনেমা পরিচালনা করেছেন তিনি। সিনেমা প্রতি এই পরিচালক নেন ১৮ থেকে ২৫ কোটি রুপি।

কবীর খান (Kabir Khan) : অতিমারি ও লকডাউনের আবহে ২০২১ সালে মুক্তি পেয়েছিল কবীর সিংহ পরিচালিত ছবি ‘৮৩’। এছাড়াও তিনি ‘এক থা টাইগার’, ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’ এর মতো ছবি পরিচালনা করেছেন। তার কেরিয়ারে সবথেকে হিট ছবি হচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’। ছবিপ্রতি ১৫ থেকে ২০ কোটি টাকা উপার্জন করেন তিনি।

অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) : অনেক তরুণ বয়সে পরিচালক হিসাবে হাতেখড়ি। মাত্র ২৬ বছর বয়সে ছবি পরিচালনা শুরু করেন অয়ন মুখোপাধ্যায়। তিনি ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।তবে জানা গেছে এই পরিচালক এক একটি ছবি পরিচালনা করতে ১০ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

Siddharth Anand

সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) : বলিউডের অন্যতম পরিচালক হলেন সিদ্ধার্থ আনন্দ। তার কেরিয়ার অন্যতম ছবি হল চলতি বছরে মুক্তি পাওয়া ‘পাঠান’। এছাড়াও তিনি ‘ওয়ার’ এবং ‘অনজানা অনজানি’র মতো ছবিও পরিচালনা করেছেন সিদ্ধার্থ। তিনি একটি ছবি পরিচালনা করার জন্য ছবিপিছু ৭৫ থেকে ৮০ কোটি টাকা উপার্জন করেন।

ইমতিয়াজ আলি (Imtiaz Ali) : ইতিমধ্যেই গুজব ছড়াচ্ছে বলিউডে আবার নাকি আসতে চলেছে এই পরিচালকের অন্যতম ছবি ‘জব উই মেট’ এর সিক্যুয়েল। এটা ছাড়াও, ‘রকস্টার’, ‘তামাশা’ এবং ‘হাইওয়ে’র মতো ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আলি। তিনিও ছবিপ্রতি ১০ থেকে ১৫ কোটি টাকা পরিশ্রমিক নিতেন।

অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) : বলিউডের আর একজন সর্বোচ্চ উপার্জনকারী পরিচালক হলেন অনুরাগ কাশ্যপ। তিনিও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মনমরজিয়া’, ‘দোবারা’র মতো হিন্দি ছবি পরিচালনা করেছেন।জানা গেছে তিনি একটি ছবি পরিচালনা করতে ১১ থেকে ১৫ কোটি টাকা উপার্জন করেন অনুরাগ।

নীরজ পান্ডে (Neeraj Pandey) : ‘বেবি’, ‘স্পেশ্যাল ২৬’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। আর তার কেরিয়ারের প্রথম ছবি হলো ‘আ ওয়েডনেসডে’ । এই ছবির মাধ্যমে পরিচালনার জগতে পা রাখেন নীরজ পান্ডে। একটি ছবি পরিচালনা করতে ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন নীরজ।

বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) : বলিউডে দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপরেও ছবিতে বেশ হিট করেছিল। আর এই ছবি পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। এটা ছাড়াও তিনি ‘হেট স্টোরি’, ‘দ্য তাসখন্দ ফাইল্‌স’, এর মতো ছবি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিপিছু ৮ থেকে ১০ কোটি টাকা উপার্জন করেন বিবেক।

অনুরাগ বসু (Anurag Basu) : বলিউডের ইতিহাসে এক অন্যতম ছবি হলো ‘বরফি’। আর এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অনুরাগ বসু। আর এই ছবির মধ্যে দিয়েই তার পরিচিতি বাড়ে । বরফি ছাড়াও ‘জগ্গা জাসুস’, ‘লুডো’ এবং ‘মার্ডার’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, এক একটি ছবি পরিচালনা করতে ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

Atlee-Kumar-With-Shah-Rukh-Khan

অ্যাটলি কুমার (Atlee Kumar) : দক্ষিণের এই জনপ্রিয় পরিচালক এবার নির্মাণ করেছেন বলিউডের সিনেমা। প্রথম সিনেমাকেই বাজিমাত। ভারতজুড়ে অব্যাহত আছে ‘জাওয়ান’ ঝড়। ৫২ কোটি পারিশ্রমিকে দক্ষিণি সিনেমা নির্মাণ করলেও ‘জাওয়ান’ এর জন্য পারিশ্রমিক কমিয়েছেন তিনি। মাত্র ৩০ কোটি রুপি নিয়েছেন এই পরিচালক।