এবার পুজোয় কাঁপবে বক্স অফিস! আসতে চলেছে ধামাকাদার এই ৪টি ছবি

Bengali Films to Release This Durga Puja : বক্স অফিস কাঁপাতে এই পুজোয় আসছে ধামাকাদার এই ৪টি বাংলা সিনেমা

Avatar

Published on:

আর এক মাস ও নেই বাঙালির অন্যতম দুর্গাপুজো (Durga Puja) আসতে। ইতিমধ্যেই প্যান্ডেল, প্রতিমা তৈরি, জামাকাপড় কেনা সব প্রস্তুতি তুঙ্গে। তবে সেই সবের সঙ্গে থাকছে আরও চমক। এবার পুজোয় একসঙ্গে চারটে ধামাকাদার ছবি মুক্তি পাচ্ছে বক্স অফিসে (Bengali Films Releasing This Durga Puja)। আর চারটি ছবিই ভিন্ন স্বাদের, ভিন্ন গল্প নিয়ে আসছে। চলুন জেনে নিই এই বারের পুজোয় কোন কোন ছবি মুক্তি পাচ্ছে (Durga Puja Film Releases 2023)।

বাঘা যতীন (Bagha Jatin) : এবারে স্বাধীনতার গল্প নিয়ে বড়ো পর্দায় আসছে বাঘা যতীন। দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিটির প্রি-টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ১ মিনিটের ভিডিয়োতে দেব ধরা দিয়েছে বাঘা যতীন হয়ে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ রায়। ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও। ১৯ অক্টোবর বাংলায় এবং নবরাত্রির আবহে দেশজুড়ে ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’

All You Need To Know About Samiul Alam Actor Aka Khudiram In Dev`s Bagha Jatin Movie

জঙ্গলে মিতিন মাসি (Jongole Mitin Mashi) : বিশ্ব হাতি দিবসে প্রকাশ্যে এসেছিল সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা জঙ্গলে মিতিন মাসির পোস্টার। ছবিটির পরিচালক হলেন অরিন্দম শীল। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লেখা চট্টোপাধ্যায়, প্রমুখকে।

Jongole Mitin Mashi

রক্তবীজ (Raktabeej) : রক্তবীজ নিয়ে পুজোয় ফিরছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ২০১৪ সালে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। যেহেতু এই ঘটনা পুজোর সময়ই ঘটেছিল তাই পরিচালকদ্বয় এটিকে পুজোর ছবি বলে আখ্যা দিয়েছেন। এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্য।

Dawshom Awbotaar

দশম অবতার (Dawshom Awbotaar) : পুজো এলেই বাংলা ছবির দর্শকের একাংশ অপেক্ষা করে থাকেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জন্য। সেই মত প্রত্যেক বছর নতুন নতুন চমক নিয়ে বড় পর্দায় ফেরেন পরিচালক। এবারও তার অন্যথা হচ্ছে না। এবার তিনি আনছেন ‘দশম অবতার’। একসঙ্গে এক ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান প্রমুখকে। এই ছবিও মুক্তি পাবে ১৯ অক্টোবর।