সিনেমায় অভিনেতা-অভিনেত্রীদের চিত্রনাট্যের প্রয়োজনে যে কোন চরিত্রে অভিনয় করতে হয়। কেউ খলনায়কের ভূমিকা অভিনয় করে তো কেউ কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করে। কিন্তু এমন কিছু বলিউড (Bollywood) অভিনেতা আছে যারা ছবির প্রয়োজনে নারী চরিত্রে অভিনয় করেছিলেন। চলুন জেনে নিই এই তালিকায় কে কে আছেন।
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) : বলিউডের অন্যতম অভিনেতা হলেন আয়ুষ্মান খুরানা। তিনি যেকোনো চরিত্রে খুব সাবলীল ভাবে অভিনয় করতে সক্ষম। যেমন ‘ড্রিম গার্ল ২’ তে তিনি মহিলার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নিয়েছেন। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।
শশী কপূর (Shashi Kapoor) : নায়কদের মহিলা চরিত্রে অভিনয় করা আজ থেকে নয় অনেকদিন ধরেই এই ধারা চলে আসছে। যেমন এই তালিকায় নাম রয়েছে শশী কাপুরের। তার অভিনীত ‘হাসিনা মান জায়েগি’ ছবিতে তিনি মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালে।
ঋষি কপূর (Rishi Kapoor) : ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘রফু চক্কর’ ছবিতে মহিলা চরিত্রে ধরা দিয়েছিলেন ঋষি কাপুর। ছবিটি পরিচালনা করেছিলেন নরেন্দ্র বেদী। ঋষি কাপুর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন নিতু সিংহ। তবে তাদের দুজনের অভিনয় এই ছবিতে প্রশংসা পেয়েছিল।
আমির খান (Aamir Khan) : এই তালিকায় নাম রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এর। তিনি ১৯৯৫ সালে মুক্তি পাওয়া‘বাজি’ ছবিতে মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের নাম ছিল মিস জুলি চতুর্বেদী। তবে এই ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। আর ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন আশুতোষ গোয়ারিকর।
কমল হাসন (Kamal Haasan) : ‘চাচি ৪২০’ এ নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসন। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৯৭ সালে।কমলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যায় তব্বু, ওম পুরী, অমরীশ পুরী, আয়েশা জুলকা, পরেশ রাওয়াল, জনি ওয়াকারের মতো তারকাদের।
রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) : ‘আপনা স্বপ্না মানি মানি’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। আর এই ছবিতে একাধিক তারকা অভিনয় করেছিলেন। যাদের মধ্যে ছিলেন রীতেশ দেশমুখ,সুনীল শেট্টি, শ্রেয়স তলপড়ে,জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে, রাজপাল যাদব, কোয়েনা মিত্র, সেলিনা জেটলি, রিয়া সেন। তবে এই ছবিতে নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন রীতেশ।
শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade) : ‘পেয়িং গেস্টস’ ছবিতে নারী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রেয়স তলপড়েকে। সুভাষ ঘাই প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিল 2009 সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রেয়স তলপড়ে, জাভেদ জাফ্রে, বৎসল শেঠ, আশিস চৌধুরি, সেলিনা জেটলি, রিয়া সেন, নেহা ধুপিয়ার মতো তারকারা।
আরও পড়ুন : ডাক্তারি ছেড়ে অভিনয়! MBBS ছেড়ে বলিউডে এসেছেন এই ৬ তারকা
সালমান খান (Salman Khan) : অক্ষয় কুমার সালমান খান এবং প্রীতি জিনতার অভিনীত অন্যতম ছবি হলো জানেমান। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে শিরীষ কুন্দ্রের পরিচালনায়। আর এই ছবিটি নারী চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। এমনকি তিনি মহিলা সেজে এই ছবিতে অ্যাকশন দৃশ্যতেও অভিনয় করেন।
আরও পড়ুন : বিয়েতে কী কী উপহার পেলেন রাঘব-পরিনীতি? সবথেকে দামি উপহার দিলেন কে
শাহিদ কপূর (Shahid Kapoor) : এই তালিকা থেকে বাদ যায়নি শাহিদ কাপুর। সতীশ কৌশিকের পরিচালনায় ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবিটি। আর এই ছবিতে অভিনয় করেছিল বলিউডের একসময় হিট জুটি শাহিদ কপূর এবং করিনা কপূর খান। শাহিদ এই ছবির দৃশ্যে নারীচরিত্রে অভিনয় করেন।