ডাক্তারি ছেড়ে অভিনয়! MBBS ছেড়ে বলিউডে এসেছেন এই ৬ তারকা

Bollywood Celebrities Who Are Doctors in Real Life : ডাক্তারি ছেড়ে বলিউডে এসেছেন এই ৬ তারকা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা অনেকদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। এদের শিক্ষাগত যোগ্যতা দেখলে রীতিমত অবাক হয়ে যেতে হয়। এদের মধ্যে কেউ কেউ তো আবার ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে এসেছেন। এই তালিকাতে জনপ্রিয় ছয় তারকার নাম রয়েছে। এক নজরে দেখে নিন বলিউডের কোন কোন তারকা অভিনেতা না হলে ডাক্তার হতে পারতেন।

সাই পল্লবী (Sai Pallavi) : দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সাই পল্লবী। নাচ এবং অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছে। তিনি এমন একজন অভিনেত্রী যিনি মেকআপ ছাড়াও সুন্দরী। তিনি এমবিবিএস পড়াশোনা ছেড়ে অভিনয় করতে এসেছিলেন। তিনি কোয়েম্বাটুরের একটি ডাক্তারি কলেজে পড়াশোনা করে কার্ডিওলজিস্ট হয়েছেন।

Manushi Chhillar

মানুষী ছিল্লার (Manushi Chhillar) : ২০১৭ সালে মানুষী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজেতা হন। এরপর তিনি অক্ষয় কুমারের বিপরীতে পৃথ্বীরাজ চৌহানে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন। মানুষী সোনপাত মেডিকেল কলেজের ছাত্রী।

অদিতি গোভিত্রিকর (Aditi Govitrikar) : এই বলিউড অভিনেত্রীও ডাক্তারি পড়া ছেড়ে অভিনয় করতে শুরু করেন। ১৯৯৭ সালে তিনি মুম্বাইয়ের গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া সম্পূর্ণ করেন। এরপর তিনি ইগনুতে ভর্তি হন সাইকোলজি নিয়ে পড়াশোনা করার জন্য।

Meiyang Chang

মেয়াং চাং (Meiyang Chang) : এই অভিনেতাও একজন ডাক্তার। ব্যাঙ্গালোরের একটি কলেজ থেকে তিনি পড়াশোনা করেন এবং ডেন্টিস্টের ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে অভিনয় প্রবেশ করেন।

Palash Sen

পলাশ সেন (Palash Sen) : একজন গায়ক, সুরকার এবং মিউজিক কম্পোজার হিসেবে বলিউডে বেশ সুনাম রয়েছে পলাশ সেনের। দিল্লির গুরু তেজ বাহাদুর মেডিকেল কলেজ থেকে তিনি পড়াশোনা করেছিলেন। পরে সঙ্গীতের প্রতি অনুরাগবশত তিনি পড়াশোনা ছেড়ে দেন।

আরও পড়ুন : মেকআপ ছাড়া বলিউড অভিনেত্রীদের দেখতে কেমন লাগে, দেখুন ছবি গ্যালারি

Mohan Agashe

আরও পড়ুন : একদিনের ভাড়া ৬১ লক্ষ টাকা, ঘুরে দেখুন মুকেশ আম্বানি ও নিতা আম্বানির প্রিয় রিসর্ট

মোহন আগাশে (Mohan Agashe) : পুনের একটি মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাশ করেছিলেন। তারপর তিনি পোস্ট গ্রাজুয়েশন করেন মনোবিদ্যার উপর। ছোট থেকেই তার অভিনয় এবং থিয়েটারের প্রতি ঝোঁক ছিল। তাই তিনি একজন সফল থিয়েটার অভিনেতা হিসেবে সুনাম পেয়েছেন।