KBC-তে জিতেছিলেন ৫ কোটি টাকা, ভাগ্যের পরিহাসে সেদিনের কোটিপতি আজ ফকির

Tragic Life Story of KBC 5 winner Sushil Kumar : ৫ কোটি টাকাই কাল! Kaun Banega Crorepati জিতে ছারখার হয়ে গেল সুশীলের জীবন

ভারতীয় টেলিভিশনের (Television) পর্দার অন্যতম চর্চিত গেম শো কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati)। এখন টিভির পর্দায় চলছে কৌন বনেগা ক্রোড়পতির ১৫ নাম্বার সিজন (Kaun Banega Crorepati Season 15)। অনুষ্ঠানটির হোস্ট করেন অমিতাভ বচ্চন। কিন্তু এই কেসিবির ইতিহাসের অন্যতম চর্চিত বিজেতা ছিলেন চম্পারণের সুশীল কুমার (Sushil Kumar)। তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহন করে ৫ কোটি টাকা জিতেছিলেন (Sushil Kumar KBC 5 Winner)। কিন্তু তারপরেও তাকেও দেউলিয়া হয়ে জীবন কাটাতে হয়েছে (Tragic Life Story of KBC 5 winner Sushil Kumar)।

বিহারের মোতিহারি জেলার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সুশীল। ২০১১ সালে এই গেম শোয়ের পঞ্চম সিজনে পাঁচ কোটি টাকা জিতে তাক লাগিয়েছিলেন সুশীল। তিনিই দেশের প্রথম পাঁচ কোটি জয়ী কেবিসি প্রতিযোগী। কিন্তু সুশীলের দাবি, তার জীবনের সবচেয়ে দুঃসহ সময় শুরু হয়েছে ওই পাঁচ কোটি টাকা জেতার পর থেকেই। ওই টাকাই তার জীবনে অন্ধকার নিয়ে এসেছে। সম্প্রতি নেটমাধ্যমে তাঁর ওই দুঃসময়ের গল্পই তুলে ধরেছেন সুশীল।

Tragic Life Story of KBC 5 winner Sushil Kumar

সুশীলের কথায়, ২০১৫-১৬ সাল আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল।খ্যাতনামী’ হওয়ার দরুণ মাসের ১০-১৫ দিন নানা অনুষ্ঠান করেই কেটে যেত তার। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু এর পরই সুশীল ঠিক করেন ব্যবসা করবেন। হাতে প্রচুর টাকা থাকায় একের পর এক ব্যবসায় টাকা ঢেলেছেন, কিন্তু সবক’টিতেই ব্যর্থ হয়েছেন।

৫ কোটি টাকা জিতলেন, এক টাকাও রাখতে পারলেন না!

শুধু তাই নয় বিভিন্ন সমাজসেবামূলক কাজে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে খরচ করা শুরু করেন। অনেকেই এই উদারতার সুযোগ নিয়ে তাকে প্রতারণা করেন। এ ভাবেই ক্রমে টাকার পরিমাণ কমতে শুরু করে। যথেচ্ছ ভাবে টাকা খরচের বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। এক সময় তা চরমে পৌঁছয়। সুশীল বলেন, ‘‘টাকার নেশায় এমন বুঁদ হয়ে গিয়েছিলাম কোনটা ঠিক, কোনটা ভুল সব গুলিয়ে গিয়েছিল।’’

Sushil Kumar

ক্রমে সিগারেট এবং মদের নেশায় আসক্ত হয়ে পড়েন সুশীল। তারপর স্ত্রীর সঙ্গে তার ঝামেলা বাড়তেই থাকে। এরপর ছবি পরিচালনা করার চিন্তাভাবনা নিয়ে মুম্বইয়ে পাড়ি দেন সুশীল।শুরু করেন। কিন্তু এ বিষয়ে বিশেষ অভিজ্ঞতা না থাকায় এক প্রযোজক তাকে টিভি সিরিয়াল নিয়ে কাজ করতে পরামর্শ দেন। যেমন পরামর্শ তেমন কাজ।

কেবিসি সুশীল কুমার এখন কি করছেন

সেই মত জনপ্রিয় টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। কিন্তু সেটা টেকেনি। তখন সুশীল বুঝতে পারে ছবি পরিচালনা করা তার কাজ নয়। এরপর শেষমেশ সব ছেড়ে দিয়ে ফের নিজের শহরে ফিরে আসেন। তারপর তিনি শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন। পাশ করে বর্তমানে সুশীল শিক্ষকতা করছেন এবং যথেষ্ট ভালই আছেন।