বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে সত্যজিৎ রায়ের এই ৮ সিনেমা

Iconic Movies Of Satyajit Ray: বাংলায় প্রতিভাবান মানুষজনের অভাব কোনও কালেই ছিল না। সিনেমা, সাহিত্য থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্র, সব ক্ষেত্রেই একজন জনপ্রিয় বাঙালির নাম আমরা পেয়েই থাকি। তবে সিনেমার (Cinema) ক্ষেত্রে বাঙালির বাংলা সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। তার তৈরি আন্তর্জাতিক মানের এমনি কিছু ছবির তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।

পথের পাঁচালী (Pather Panchali): বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এই ছবি। এই ছবির মাধ্যমে এক দারিদ্র বাঙালি পরিবারের গল্পকে তুলে ধরেছিলেন পরিচালক সত্যজিৎ রায়।

Aparajito

অপরাজিত (Aparajito): অপু চরিত্রটির ছোটবেলা ও কলেজ লাইফের সময়কার অবস্থাকে তুলে ধরেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। এই ছবিটি মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল। যা সেই সময় খুব কম ছবি খুব কম দেখা যাবে।

অপুর সংসার (Apur Sansar): ‘অপু’ ট্রিলজির শেষ ছবি হল অপুর সংসার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর। ১৯৫৯ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবিটি।

Teen Kanya

তিন কন্যা (Teen Kanya): কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনটি গল্পকে এক সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছিল ছবির এই ছবির গল্প। ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, অর্পণা সেনের মতো অভিনেত্রীরা।

চারুলতা (Charulata): এই ছবিটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিলো। ছবিতে এক সম্পাদক ও তার পরিবারের জীবনের গল্পকে তুলে ধরেছিলেন। পরিচালক হিসেবে তার এই ছবিটি আজও সকলের খুব পছন্দের।

Nayak

নায়ক (Nayak): ১৯৬৬ মুক্তি পাওয়া জনপ্রিয় বাংলা ছবি হল নায়ক। এই ছবির পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। তবে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ছিলেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। এছাড়াও বীরেশ্বর সেন, নির্মল ঘোষের অভিনেতারাও ছিলেন এই ছবিতে।

আরও পড়ুন – সাধে বলে না মহানায়ক! একটা ছবির জন্য কত পারিশ্রমিক নিতেন উত্তম কুমার?

হীরক রাজার দেশে (Heerak Rajar Deshe): গুপী গাইন বাঘা বাইন (Goopy–Bagha) ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি নাম ছিল হীরক রাজার দেশে। এই ছবি দেখেননি এমন বাঙালি পৃথিবীতে খুব কম রয়েছে। আজও এই ছবিটি খুব জনপ্রিয় দর্শকদের মধ্যে।

আরও পড়ুন – বিশ্ব সিনেমার ইতিহাসে বিরল, সত্যজিৎ রায়ের এই ৩৪টি সিনেমার ১৪টিতে সৌমিত্র

সোনার কেল্লা (Sonar Kella): সত্যজিৎ রায়ের অন্যতম সৃষ্টি হল গোয়েন্দা ফেলুদা (Feluda)। তার এই বিখ্যাত চরিত্রটিকে বহু ছবিতে দেখা গিয়েছিল। যার মধ্যে অন্যতম হল সোনার কেল্লা। এই ছবিতে গোয়েন্দা ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।