বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ, তবুও দর্শকদের বিচারে সেরা এই ৮ হিন্দি সিনেমা

বক্সঅফিসে ফ্লপ হওয়া সত্ত্বেও দর্শকদের বিচারে সেরা হয়েছে এই ৮ হিন্দি সিনেমা

প্রতিবছর প্রচুর বলিউড ছবি (Cinema) মুক্তি পায় এদেশে। এর মধ্যে খুব কম ছবিই বক্স অফিস (box office)-এ ভালো ফল করতে পারে। ভালো গল্প অভিনয় থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বহু ছবি। যদিও পরে এই ছবিগুলিই ক্লাসিক ছবি হিসেবে পরিচয় তৈরি করে। বলিউড (Bollywood)-এর এমন ৮টি ছবির নাম দেওয়া হল এই তালিকায়।

দেব ডি (Dev.D) : ‘দেবদাস’ (Devdas)-এর গল্পকে আধুনিক ভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা অভয় দেওয়াল (Abhay Deol)-কে। ছবির গান ও চরিত্রগুলি সেই সময় খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আজও দর্শকদের মধ্যে এই ছবিটি জনপ্রিয়তা রয়েছে।

Delhi Belly

দিল্লি বেলি (Delhi Belly) : অভিনেতা ইমরান খান (Imran Khan) অভিনীত ও আমির খান (Aamir Khan) প্রযোজিত এই ছবিটি হল একটি অ্যাকশন থ্রিলার। মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ বেড়েছিল। আজও জনপ্রিয়তা কমেন এই ছবিটির।

রেহেনা হে তেরে দিল মে (Rehnaa Hai Terre Dil Mein) : রোমান্টিক ছবি হিসেবে দর্শকদের মনে ছাপ ফেললেও বক্স অফিসে কামাল করতে পারেনি এই ছবিটি। তাই ফ্লপ ফিল্ম হিসেবে ধরা হয় এই ছবিটিকে। কিন্তু আজও এই ছবির গানগুলো খুব জনপ্রিয়।

Lakshya

লক্ষ্য (Lakshya) : ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি হল একটি অ্যাকশন ড্রামা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের ‘গ্ৰিক গড’ হৃত্বিক রোশন (Hrithik Roshan)-কে। এই ছবিটির গানগুলি খুব হিট হয়েছিল কিন্তু বক্স অফিসে এই ছবিটি কামাল করতে পারেনি।

জানে ভি দো ইয়ারো (Jaane Bhi Do Yaaro) : পুরনো ছবি হওয়া সত্ত্বেও ২০১২ সালে আবার বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবিটি। কিন্তু তাও বক্স অফিসে সফল হয়নি। তবে দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে একটা উৎসাহ রয়েছে।

Khosla Ka Ghosla

খোসলা কা ঘোসলা (Khosla Ka Ghosla!) : পরিচালক দিবাকর বন্দোপাধ্যায়ের এই ছবিতে বহু জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছিল। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বড় সাফল্য এনে দিতে পারেনি। যদিও দর্শকরা এটিকে ক্লাসিক ছবির তকমা দিয়েছেন।

দিল চাহাতা হে (Dil Chahta Hai) : আমির খান অভিনীত এই ছবিতে কয়েক জন বন্ধুর জীবনের গল্পকে তুলে ধরা হয়েছিল। প্রায় সব বয়সের দর্শকদের খুব পছন্দ হয়েছিল এই ছবিটি। কিন্তু বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারেনি।

Oye Lucky! Lucky Oye

আরও পড়ুন : নায়ক নয়, দক্ষিণী সিনেমার আসল সুপারস্টার এই ৫ ডিরেক্টর

ওয়ে লাকি লাকি ওয়ে (Oye Lucky! Lucky Oye!) : অভিনেতা অভয় দেওয়ালে আরও একটি জনপ্রিয় ছবি হল ‘ওয়ে লাকি লাকি ওয়ে’। তার অভিনয়ের পাশাপাশি এই ছবির গল্প ও সংলাপগুলো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। যদিও বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি ছবিটি।

আরও পড়ুন : স্বাধীনতার গল্প বিয়ে বানানো এই ১০টি বাংলা সিনেমা যদি না দেখেন তাহলে চরম মিস