৭ দিনেই ৩০০ কোটি পার! ‘গদর ২’ সুপারহিট হওয়ার পেছনে রয়েছে এই পাঁচ কারণ

বক্স অফিসে রেকর্ড ব্রেকিং সাফল্য! কোন পাঁচটি কারণে অবশ্যই দেখতে হবে ‘গদর ২’?

Gadar 2 box office collection : দিনে দিনে বাড়ছে ‘গদর ২’ (Gadar 2) সিনেমার ব্যবসা। ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে তারা সিং এবং সখিনার প্রেম এবং বিচ্ছেদের গল্প ‘গদর’ ২২ বছর আগে দলে দলে দর্শক টেনেছিল সিনেমা হলে। তবে ২২ বছর পর বলিউড (Bollywood) ছবি ‘গদর ২’ নিয়েও একই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের মধ্যে। তবে মাত্র ৭ দিনে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে সানি দেওল, আমিশা পাটেল, উৎকর্ষ শর্মার এই ছবি। কোন ৫টি কারণে দর্শকদের বিচারে সেরা হল ‘গদর ২’?

গদর ছবির নস্টালজিয়া : একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে ‘গদর এক প্রেম কথা’ নিয়ে আজ ২২ বছর পরেও নস্টালজিয়ায় ভোগেন দর্শকরা। তারা সিং এবং সখিনার প্রেম, ছবির গান থেকে শুরু করে অ্যাকশন, সানি দেওলের ডায়লগ, দর্শকদের বিচারে ছিল সেরা। তাই গদরের সিকুয়েল সুপারহিট হবেই তা আগেই নিশ্চিত ছিল।

GADAR

দেশপ্রেমের ভাবাবেগ : ২২ বছর আগের মত এবারেও ভারতীয়দের মনের মধ্যে দেশপ্রেমের ভাবাবেগ উসকে দিতে পেরেছে ‘গদর : দ্য কথা কনটিনিউজ’। একজন ভারতীয়র হাতে যখন গোটা পাকিস্তানী আর্মি পরাজিত হয় তখন সিনেমা হলে দর্শকদের উচ্ছাস চোখে পড়বেই।

মুক্তির দিনক্ষণ : যেকোনও ছবি সুপারহিট হওয়ার পেছনে তার মুক্তির দিনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১১ ই আগস্ট সিনেমা হলে মুক্তি পায় ‘গদর ২’। স্বাধীনতার মরশুমে ছুটির আমেজে ‘গদর ২’ দেখার জন্য তাই দলে দলে টিকিট বুক করেছেন দর্শকরা।

Gadar 2 The Katha Continues

পুরোদস্তুর বাণিজ্য নির্ভর ছবি : এই ছবিটি সমালোচকদের থেকে তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি। তবে ‘মাস সিনেমা’ হিসেবে দর্শকরা ছবিটিকে হতাশ হতে দেননি। সানি দেওল বহু বছর পর ফিরেছেন পর্দায়। আর ‘গদর’ কে নিয়ে এমনিতেই দর্শকদের মনে দারুণ উন্মাদনা কাজ করে চলেছে গত দুই দশক ধরে।

Gadar 2

আরও পড়ুন : ‘গদর ২’ অভিনেতারা কে কত পারিশ্রমিক পেলেন? চমকে দেবে সানি দেওলের পারিশ্রমিক

সিঙ্গেল স্ক্রিনেও রমরমা ব্যবসা : গদর দুই ছবির জন্যই আবার জেগে উঠেছে সিঙ্গেল স্ক্রিনগুলো। মাল্টিপ্লেক্সে এই ছবি ঝড় তুলেছে। তবে সব থেকে বেশি উপার্জন হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে। পাঞ্জাব, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হতে বসেছিল এই একটি ছবি সেখান থেকে দারুণ সাড়া পাচ্ছে।

আরও পড়ুন : শুধু ‘গদর’ নয়, সানি দেওলের সেরা এই ৫ সিনেমা না দেখলে হবে চরম মিস