শুধু ‘গদর’ নয়, সানি দেওলের সেরা এই ৫ সিনেমা না দেখলে হবে চরম মিস

সানি দেওলের সেরা ৫ ছবির লিস্ট, যেগুলো না দেখলে হবে চরম মিস

Sunny Deol Best Movies : ৯০ এর দশকের বলিউড (Bollywood) -র অ্যাকশন হিরো ছিলেন সানি দেওল (Sunny Deol)। ওই সময় সানির ছবি মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে উঠতো ঝড়। ভরপুর ড্রামা, ফুল অন অ্যাকশন থেকে রোমান্সে নিজের সমকালীন সময়ের অভিনেতাদের জব্বর টক্কর দিয়ে এসেছেন তিনি। এমনকি আজ ৩০ বছর পরেও বক্স অফিসে সানি দেওলের জয়জয়কার চলছে গদর ২ (Gadar 2) ছবির জন্য। গদর (Gadar) যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সানি দেওলের এরকম আরও ৫ টি ছবি আপনি কখনও মিস করতে চাইবেন না। দেখুন সেই তালিকায় রয়েছে কোন কোন ছবি।

জিদ্দি (Ziddi) : রবিনা ট্যান্ডনের সঙ্গে সানি দেওলের এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। এই ছবি বক্স অফিসে রেকর্ড গড়েছিল। ওই বছর মুক্তিপ্রাপ্ত সেরা বক্স অফিস কালেকশনের মধ্যে ৬ নম্বর জায়গায় ছিল জিদ্দি।

Arjun Pandit

অর্জুন পন্ডিত (Arjun Pandit) : ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। সানি দেওলের অ্যাকশন-ক্রাইমধর্মী ছবিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ধরা হয় এই ছবিটিকে। ১৯৯৫ সালের কন্নড় ছবি ‘ওম’ এর হিন্দি রিমেক ছিল এটি। যার বক্স অফিস কালেকশন ছিল ওই বছর সবার সেরা।

কহর (Qahar) : ১৯৯৭ সালের মুক্তি পেয়েছিল সানি দেওলের কহর ছবিটি। রাজকুমার কোহলি এই ছবির নির্দেশনা দিয়েছিলেন। ছবিতে সানি ছাড়াও সুনীল শেট্টি, আরমান কোহলি, সোনালী বেন্দ্রে, রেখা এবং দীপ্তি ভাটনাগারদের মত জনপ্রিয় তারকারা ছিলেন।

Jeet

জিত (Jeet) : এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। ওই বছর সব থেকে বেশি উপার্জনকারী ছবি ছিল জিত। ছবিতে সানি দেওল ছাড়াও সালমান খান, করিশমা কাপুর, অমরেশ পুরি এবং তাব্বু অভিনয় করেছিলেন।

Ghatak

আরও পড়ুন : ২ বিয়ে, স্ত্রীদের দেননি সামাজিক মর্যাদা! পরকীয়ায় ভরা সানি দেওলের জীবন

ঘাতক (Ghatak) : ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল সানি দেওলের এই ছবিটি। এই ছবিটিকেও সানির সেরা হিটের মধ্যে অন্যতম ধরা হয়। ছবিতে মীনাক্ষী শেষাদ্রি, অমরেশ পুরী, ড্যানি ডেনজংপারা অভিনয় করেছিলেন। ছবিটি যেমন দর্শকরা খুবই পছন্দ করেছিলেন, তেমনই ফুলে-ফেঁপে উঠেছিল এর বক্স অফিস কালেকশন।

আরও পড়ুন : ‘গদর ২’ অভিনেতারা কে কত পারিশ্রমিক পেলেন? চমকে দেবে সানি দেওলের পারিশ্রমিক